বাংলা নিউজ > হাতে গরম > Coronavirus update in India: এবার পঞ্জাবে, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হল আরও একজনের। এর ফলে, ভারতের করোনার থাবায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এর আগে, করোনার জেরে দিল্লি, কর্নাটক ও মুম্বইয়ের তিন প্রবীণের ম𒉰ৃত্যু হয়েছিল।
আরও পড়ুন : 💞করোনা সতর্কতায় নয়া ঘোষণা কেন্দ্রের! বাড়ি থেকে কাজ করতে পারবেন এই কর্মচারীরা
গত ৭ মার্চ জার্মানি থেকে ইতালি হয়ে দিল্লিতে ফিরেছিলেন ৭০ বছরের ওই বৃদ্ধ। সেদিনই দিল্লি বিমানবন্দর থেকে পঞ্জাবে নিজের বাড়ির দিকে রওনা দেন তিনি। বুধবার তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এদিন তাঁর মৃত্𝓰যু হয়। তিনি ডায়াবেটিস ও হাইপারটেনশনেও ভুগছিলেন।