অসম রাইফেলসে চাকরির সুযোগ! ১,৪৮৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি
1 মিনিটে পড়ুন Updated: 23 Apr 2022, 09:54 PM ISTআগ্রহী প্রার্থীরা অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট - www.assamrifles.gov.in-এ আপডেটের বিশদ পেয়ে যাবেন। অনলাইনেই আবেদন জমা দেওয়া যাবে।
আগ্রহী প্রার্থীরা অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট - www.assamrifles.gov.in-এ আপডেটের বিশদ পেয়ে যাবেন। অনলাইনেই আবেদন জমা দেওয়া যাবে।
অসম রাইফেলসের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনিক্যাল এবং ট্রেডসম্যান পদে আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীরা অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট - www.assamrifles.gov.in-এ আপডেটের বিশদ পেয়ে যাবেন। অনলাইনেই আবেদন জমা দেওয়া যাবে। আরও পড়ুন : Anannya Biswas: পরনে সবুজ মনোকিনি, থাই জোড়া ট্যাটু- ভাইরাল ‘বরণ’ খ্যাত অভিনেত্রীর সেক্সি লুক!
অসম রাইফেলস টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি ২০২২
আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রুপ বি এবং সি-এর ১,৩৮০টি শূন্যপদে তালিকাভুক্তি হবে। সেই সঙ্গে ১০৪টি শূন্যপদে রাইফেলম্যান/রাইফেলওম্যান নিয়োগ করা হবে।
এক্ষেত্রে লক্ষ্যণীয়, শূন্যপদের সংখ্যা পরিবর্তনশীল।
শূন্যপদের বিবরণ
সেতু ও রাস্তা -১৭
ক্লার্ক- ২৮৭
ধর্মীয় শিক্ষক - ৯
অপারেটর রেডিও ও লাইন -৭২৯
রেডিও মেকানিক -৭২
আর্মারার -৪৮
ল্যাবরেটরি সহকারী -১৩
নার্সিং সহকারী -১০০
ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট -১০ জন