১৯৬০, ৭০ দশকের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী ছিলেন তিনি। আর এই জনপ্রিয় অভিনেত্রীর না🏅মেই নামাঙ্কিত দেশের একটি আস্ত গিরিপথ! হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু কেন জানেন কি? আর কেই বা সেই অভিনেত্রী?
আরও পড়ুন: পিরিয়ডের আগে ভয়ঙ্কর পেট ব্যথা? মাসের বি🍸শেষ দিনগুলোয় নিজেকে ভালো রাখতে কী 🐓টিপস ইমনের?
আরও পড়ুন: অপারেশন সিঁদুর ছবি নিয়ে ত💫ুমুল ঝামেলা অক্ষয় ভিকির? জল্পনা থামিয়ে কী বললেন টুইঙ্কল?
কী ঘটেছে?
মাধুরী লেক বলুন বা অমিতাভ বচ্চন ফ𝓡লস সহ একাধি♌ক উদাহরণ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো বলিউডের তারকাদের নামে নামাঙ্কিত। কিন্তু জানেন কি উত্তর পশ্চিম ভারতের একটি গিরিপথও এক বলিউড অভিনেত্রীর নামে রাখা হয়েছে। আর সেই অভিনেত্রী আর কেউ নন বরং ১৯৬০-৭০ দশকের অন্যতম জনপ্রিয় বলিউড নায়িকা সাধনা শিবদাসানি। তবে সেই পাসের নাম তাঁর নামে রাখার একটি কারণও আছে। কী জানেন সেটা?
কাশ্মীরের LOC এর কাছে অবস্থিত এই সাধনা পাস যেটা সাধনা শিবদাসানির নামে নামকরণ করা হয়েছে। তিনি ১৯৬৫ সালে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই সময় সেখানে গিয়েছিলেন। শুধু যাননি ভারতীয় সেনাদের সঙ্গে গিয়ে তিনি দেখাও করেন। তাঁদের মনোবল বাড়ান কথা বলে। তাঁর এই কাজকে অন্যতম জ্বলন্ত উদাহরণ বলে মনে করা হয় যেখানে বলিউড দেশের মনোবল বাড়িয়েছে কোনও অশান্তি, যুদ্ধের আবহে। সেই জন্যই এই গিরিপথের নাম তাঁর নামে রাখা হয়। বলিউডের ১৯৬০-৭০ দশকের সেই জনপ্রিয় নায়িকার ছবি 💦আজও সেখানে সযত্নে রাখা আছে। দেওয়ালে টাঙানো আছে তাঁর ছবির বিভিন্ন দৃশ্যের ছবি।
আরও পড়ুন: 'পা𒀰লিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ১৯৪১ সালে সাধনা ২ সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে রাজ কাপুরের শ্রী ৪২০ ছবিতে মুর মুর কে না দেখ গানটিতে একটি ছোট্ট চর🌃িত্রে অভিনয় করেন। তাঁর প্রথম ছবি ছিল আবানা, এটি একটি সিন্ধি ছবি ছিল যেটা ১৯৫৮ সালে মুক্তি পায়। এরপর সেই বছরই মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছবি লাভ ইন শিমলা। এরপর আর তাঁকে ঘুরে তাকাতে হয়নি। সেই ছবিটি কেবল হিট করে যে সেটাই নয়, তাঁর চুলের কাট দারুণ জনপ্রিয় হয় সাধনা কাট নামে। এরপর তিনি এক এক করে জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়, হাম দোনো, ও কৌন থি, এক ফুল দো মালি, ইত্যাদির মতো হিট ছবি উপহার দেন। ২০১৫ সালে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।