ভারতের প্রথম ইনিংসে শতরান করেননি কোনও ব্যাটার। তিন জন ব্যাটার আউট হয়েছেন ৮০-র ঘরে। কেএল রাহুল করেছেন ৮৬। রবীন্দ্র জাদেজা আউট হয়েছেন ৮৭ রানে। যশস্বী জয়সওয়াল করেছেন ৮০ রান। এছাড়া কোন জুটিই ১০০ রানের পার্টনারশিপ করতে পারেননি। তার পরেও ভারত ৪৩৬ রান করেছে
অনন্য নজির টিম ইন্ডিয়ার।
শুভব্রত মুখার্জি: হায়দরাবাদে প্রথম টেস্টে তৃতীয় দিনের শেষে ম্যাচে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বেশ ভালো ব্যাটিং করেছেন ইংল্যান্ড ব্যাটাররা। প্রথম ইনিংসে ভারত যে বড় রানের লিড নিয়েছিল, সেই লিডকে পেরিয়েও ১০০ রানের বেশি লিড নিয়ে ফেলেছে স্টোকস বাহিনী। তৃতীয় দিন শেষে ১২৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড দল। হাতে রয়েছে চার উইকেট। এদিন দিনের শুরুতেই ভারতীয় দল অলআউট হয়ে যায়। লাঞ্চের বিরতির আগেই এদিন অল আউট হয়ে যায় ভারতীয় দল। তবে প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগেই এদিন ভারতীয় দল গড়ে ফেলেছে এক অনন্য নজির।
ভারতের প্রথম ইনিংসে শতরান করেননি কোনও ব্যাটার। তিন জন ব্যাটার আউট হয়েছেন ৮০-র ঘরে। কেএল রাহুল করেছেন ৮৬। রবীন্দ্র জাদেজা আউট হয়েছেন ৮৭ রানে। যশস্বী জয়সওয়াল করেছেন ৮০ রান। ফলে ব্যক্তিগত শতরান করেননি কোনও ব্যাটার। পাশাপাশি শতরানের কোনও পার্টনারশিপও হয়নি গোটা ইনিংসে। তা সত্ত্বেও ভারতীয় দল করেছে ৪৩৬ রান। ভারতীয় দলের টেস্ট ইতিহাসে এক ইনিংসে কোনও ব্যক্তিগত শতরান অথবা শতরানের পার্টনারশিপ ছাড়াই এটা সর্বাধিক রান। ভেঙে গিয়েছে ৪৫ বছর আগেকার নজির। এর আগে এই নজির ছিল ১৯৭৯ সালে। সে বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইতে ভারতীয় দল করেছিল ৪২৫ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০১৬ সালের মোহালি টেস্ট। এই টেস্টেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ৪১৭ রান করেছিল।
এদিন সকালে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৪৩৬ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৯০ রানের লিড পায় ভারতীয় দল। সকালে রবীন্দ্র জাদেজা এলবিডব্লিউ আউট হন জো রুটের বলে। ৮৭ রান করে আউট হওয়া জাদেজার সেই আউট নিয়ে যথেষ্ট বিতর্ক যদিও রয়ে গিয়েছে। বল আগে ব্যাটে লেগেছে নাকি, প্যাডে তা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। এছাড়াও অক্ষর প্যাটেল ৪৪ রান করে আউট হন। জো রুট ৭৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ইংল্যান্ড ৬ উইকেটে ৩১৬ রান করে ফেলেছে। ফলে ১২৬ রানের লিড পেয়েছে বেন স্টোকসরা। দুরন্ত অপরাজিত শতরান করেছেন অলি পোপ। ২০৮ বলে ১৪৮ রান করে অপরাজিত রয়েছেন তিনি।