নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে একতরফা হারের পরেই বিচলিত ভারতীয় শিবির। ফলে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের স্কোয়াডে তড়িঘড়ি রদবদল করল টিম ইন্ডিয়া। যদিও এক্ষেত্রে কাউকে বাদ পড়তে হয়নি। তবে স্কোয়াডে বাড়তি স্পিনারের আমদানি ঘটায় ভারত।
বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পরেই জাতীয় নির্বাচকরা ভারতীয় স্কোয়াডে ঢুকিয়ে দেন স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ২টি টেস্টে জাতীয় দলের সঙ্গে থাকবেন ওয়াশিংটন। পুণের দ্বিতীয় টেস্টের আগেই রোহিত শর্মার সংসারে যোগ দেবেন ওয়াশিংটন।
উল্লেখযোগ্য বিষয় হল, স্পিনার অল-রাউন্ডার অক্ষর প্যাটেল আগে থেকেই ভারতীয় স্কোয়াডে রয়েছেন। তিনি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ পাননি। অক্ষর রিজার্ভ বেঞ্চে অপেক্ষা করা সত্ত্বেও ভারতীয় দল বাড়তি স্পিনার অল-রাউন্ডারের প্রয়োজন বোধ করে।
ওয়াশিংটন সুন্দর এই মুহূর্তে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে ব্যস্ত রয়েছেন। ব্যাটে-বলে দুরন্ত ফর্মেও রয়েছেন তিনি। দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে টপ অর্ডারে ব্যাট করতে নেমে অনবদ্য শতরান করেন ওয়াশিংটন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ২৬৯ বলে ১৫২ রান করেন। তিনি ১৯টি চার ও ১টি ছক্কা মারেন। পরে বল হাতে একজোড়া উইকেটও দখল করেন ওয়াশিংটন।
আগামী ২৪ অক্টোবর থেকে পুণেতে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। ১ নভেম্বর থেকে মুম্বইয়ে খেলা হবে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ। উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ঘরের মাঠে এই ২টি ম্যাচ জেতা অত্যন্ত জরুরি ভারতীয় দলের।
এমনটা নয় যে, হারলে ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার কোনও সুযোগ থাকবে না ভারতীয় দলের সামনে। আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এটিই ভারতের শেষ হোম সিরিজ। রোহিতরা এর পরেই ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় রওনা দেবেন। বর্ডার-গাভাসকর ট্রফির লড়াই কতটা কঠিন, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। এখন দেখার যে, ওয়াশিংটন সুন্দরকে ভারত কীভাবে ব্যবহার করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ২টি টেস্টে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য ভারতের পরিবর্তিত স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেব), জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর।