আইপিএলে তাঁদের স্থান তলানিতে না থাকলেও কেউই বলতে পারবে না, আদৌ এবারে তাঁরা প্লে অফে কোয়ালিফাই করবে কিনা। কারণ তারা রয়েছে লিগ টেবিলের সপ্তম স্থানে। পয়েন্ট সংখ্যা ১০ ম্যাচ থেকে ৮। ফলে পরিস্থিতি যা, তাতে তাঁদের প্লে অফে পৌঁছানোর কাজ বেজায় ক✨ঠিন। কিন্তু এরই মধ্যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে পঞ্জাব কিংস। সকলকে অবাক করেই পরপর দুই ম্যাচে তাঁরা জিতে শিরোনামে উঠে এসেছে। প্রথমত তাঁরা কলকাতার ইডেন গার্ডেন্সে এর আগের ম্যাচেই রেকর্ড রান তাড়া করে জিতেছিল। কেউ তাঁদের ধর্তব্যের মধ্যে না রাখলেও কলকাতায় ২৬২ রান তাড়া করে জিততেই ভারতীয় ক্রিকেটে হইচই পড়ে যায় পঞ্জাব কিংসদের নিয়ে। হওয়াটাই স্বাভাবিক, কারণ বিশাল রানের লক্ষ্যমাত্রা কিনা এক ওভারের বেশি বল বাকি থাকতেই তাঁরা জিতে নিয়েছিল।
এবার তো আরও অবাক কাণ্ড ঘটিয়ে ফেলল তাঁরা। যেখানে ধোনির চেন্নাই সুপার কিংসের বিপ𝓀ক্ষে বড় বড় দল হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে শিখর ধাওয়ানদের পঞ্জাব কিনা তাঁদেরই টানা পাঁচ আইপিএলের ম্যাচে হারিয়ে দিল। বুধব♍ার রাতে তারা চিপকে গিয়ে দু ওভারের বেশি বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে নিল, আর সমস্যা সৃষ্টি করে দিল সিএসকের।
১৬ এপ্রিল ২০২১ পঞ্জাবকে হারিয়েছিল চেন্নাই সুপꦓার ক🧔িংস
এরপর ৭ অক্টোবর ২০২১, ৭ উইকেটে জেতে পঞ্জাব কিংস
৩ এপ্রিল ২০২২, ৫৪ রানে চেন্নাইকে হারায় ✨পঞ্জাব কিংস
২৫ এপ্রিল ২০২২ ফের জেতে পঞ্জাব, ব্যবধান 🐲ছিল ১১ রানের
৩০ এপ্ꦍরিল ২০২৩, ম্যাচের শেষ বলে চেন্নাইকে হারায় পঞ্জাব কিংস
১ মে, ২০২৪ সাত উইকেট🀅ে চেন্নাইকে তাদের𝔍ই হোম গ্রাউন্ডে হারাল পঞ্জাব
আরও পড়ুন-IPL ꧋2🐭024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?
আইপিএলে লখনউ দল এবারে জোড়া সাক্ষাৎ-এই হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। বাকি অনেক দলই ভালো শুরু করেও চিপকে গিয়ে চাপে পড়েছে। সেখানে মহেন্দ্র সিং ধোনির দলকে টানা পাঁচবার হারানোর কৃতিত্ব গড়ে ফেলল পঞ্জাব কিংস। এর আগে꧙ মুম্বই ইন্ডিয়ান্সেরও একই রেকর্ড ছিল। যদিও এবছর তাদের পারফরমেন্স খুবই খারাপ।
আরও পড়ুন-ICC T20 World Cup- ব𝔍িশ্বকাপের স্কোয়াডে সুযোগ 🏅পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু?
এদিকে রবিবারই বদলা নেওয়ার সুযোগ থাকছে রবীন্দ্র জাদেজা, ꦬরুতুরাজ গায়েকওয়াড়দের সামনে। কারণ দ্বিতীয় লেগের ম্যাচে তারা ফের পঞ্জাবের মুখোমুখি হতে চলেছে। গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬২ রান তোলে চেন্নাই সুপার কিংস। ১৭.৫ ওভারের ম𝐆ধ্যেই জয়ের নিজেদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।