টি-২০ বিশ্বকাপের দুরন্ত ফর্ম জারি রাখলেন নিকোলাস পুরান। ট্রেন্ট বোল্ট, রশিদ খানরাও রয়েছেন একই রকম আগুনে মেজাজে। যার ফলে মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় তুলে নেয় গতবারের চ্যাম্পিয়🌃ন এমআই নিউ ইয়র্ক। বিশ্বকাপ ফাইনালের পরে এমএলসি-র নতুন মরশুমের প্রথম ম্༺যাচেই হারের মুখ দেখতে হল এনরিখ ক্লাসেনকে।
মরিসভিলে মেজর লিগ ক্রিকেট ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামে এমআই নিউ ইয়র্ক ও সিয়াটেল অরকাস। টস জিতে ক্লাসেনের সিয়াটেলকে শুরুতে ব্যাট করতে পাঠান এমআই দলনায়ক কায়রন পোলার্ড। সিয়াটেল কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকে অল-আউট হয়ে যায়। ১৯.১ ও♛ভারে ১০৮ রান সংগ্রহ করে অরকাস।
ব্যাট হাতে ব্যর্থ ক্লাসেন-ডি'কক
সিয়াটেলের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন শুভম র🐼ঞ্জনে। ৩১ বলের ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৪ বলে ২০ রান করেন হরমীত সিং। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৬ বলে ১২ রান করেন অ্যারন জোনস। তিনি ২টি চার মারেন꧋।
কুইন্টন ডি'কক ৫ রানে আউট হন। ক্যাপ্টেন ক্লাসেনও করেন ৫ রান। ইমদ ওয়াসিম ৩, মাইকেল ব্রেসওয়েল ৫ ও নান্দ্রে বার্গার ৪ রানের যোগদান রাখেন। 🌸এমআই নিউ ইয়র্কের হয়ে ৪ ওভারে ২৫ রান খরচ করে ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন রশিদ খান। ১১ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন কায়রন পোলার্ড। ১টি করে উইকেট নেন এহসান আদিল ও 🉐এনরিখ নরকিয়া।
ব্যাট হাতে নিকোলাস পুরানের তাণ্ডব
জবাবে ব্যাট করতে নেমে এমআই নিউ ইয়র্ক ১৪.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। নিকোলাস পুরান ৩৭ বলে ৬২ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ꦍ২টি ছক্কা মারেন। ১৫ বলে ১২ রান করেন টিম ডেভিড। তিনি ১টি চার মারেন।
রুবেন ক্লিন্টন ৬, মোনাঙ্ক প্যাটেল ৮ ও🍸 শায়ান জাহাঙ্গির ৩ রান করে আউট হন। পোলার্ড ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ৮ রান করে নট-আউট থাকেন। সিয়াটেলের হয়ে ৪০ ♔রানে ২টি উইকেট নেন ক্যামেরন গ্যানন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নিকোলাস পুরান।