চ্যাম্পিয়ন হলেও আইপিএল ২০২৪-এ রিঙ্কু সিংকে যথাযথভাবে ব্যবহার করেনি কেকেআর, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। রিঙ্কুর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার পিছনে গত আইপিএলে তেমন কিছু করে দেখাতে না পারাকে দায়ি করেন অনেকেই। এখন আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে যখন দলগুলি হিসেব কষতে ব্যস্ত কাদের ধরে রাখা হবে স্কোয়াডে, তখন ইউপি টি-২০ লিগে রিঙ্কু সিংয়ের পার♎ফর্ম্যান্স তাঁকে কেকেআরের কাছে বাড়তি গুরুত্ব এনে দেবে সন্দেহ নেই।
চলতি উত্তরপ্রদেশ টি-২০ লিগে শুধু ক্যাপ্টেন হিসেবেই নয়, বরং ব্যাটসম্যান হিসেবেও চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরছেন রিঙ্কু সিং। একের পর এক ম্যাচে ঝোড়ো ব্যাটিং করছেন মীরাট মাভেরি🔥কসের অধিনায়ক। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ধুমধাড🐟়াক্কা ইনিংস খেলেন রিঙ্কু। যদিও ছোট হয়ে যাওয়া ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে হেরে যায় তাঁর দল।
রবিবার একানা স্টেডিয়ামে লিগের ১৪তম ম্যাচে সম্মুখসমরে নামে রিঙ্কুর মীরাট ও প্রিয়ম গর্গಌের লখনউ ফ্যালকনস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মীরাট। তারা ১১ ওভারে কমে দাঁড়ানো ইনিংসে তোলে ১ উইকেটের বিনিময়ে ১৪২ রান।
রিঙ্কু সিং মাত্র ১২ বলে ৩৯ রানের ধ্বংসাত্মক ইন🃏িংস খেলে আউট হন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। সুতরাং, রিঙ্কুর স্ট্রাইক-রেট ছিল ৩২৫.০০। এছাড়া ৩৬ বলে ৭৫ রান করেন স্বস্তিক চিকারা। তিনি ৪টি চার ও ৮টি ছক্কা মারেন। ১৭ বলে ২০ রান করে অবসৃত হন অক্ষয় দুবে। তিনি ৩টি চার মারেন। ১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন উবেশ আহমেদ। লখনউয়ের হয়ে ২ ওভারে ৪০ রান খরচ করে একমাত্র উইকেটটি নেন বিপরাজ নিগম।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে লখনউ ফ্যালকনসের টার্গেট পরিবর্তিত হয়। তারা ১০.৫ ওভারে ২ উইকেটের বিনি✅ময়ে ১৫৬ রান তুলে ম্যাཧচ জিতে যায়। ৮ উইকেটে ম্যাচ জেতে লখনউ। হর্ষ ত্যাগী নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ২২ বলে ৪৯ রান করেন। মারেন ৬টি চার ও ২টি ছক্কা।
যদিও অর্ধশতরান করেন অপর ওপেনার সামর্থ সিং। তিনি ২৭ বলে ৬৯ রান করেন। মারেন ৯টি চার ও ৪টি ছক্কা। ♑১৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন কৃতজ্ঞ সিং। তিনি ২টি ছক্কা মারেন। ১ বলে ৪ রান করে নট-আউট থাকেন প্রিয়ম গর্গ। মীরাটের হয়ে ২.৫ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট নেন জীশান আনসারি।