বৃষ্টির জন্য দক্ষিণ আꦫফ্রিকা বনাম শ্রীলঙ্কা চলতি ডারবান টেস্টের প্রথম দিনে খেলা হয় মো𝓰টে ২০.৪ ওভার। তাতেই টস হেরে শুরুতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ৪টি উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় দিনে প্রকৃতি বাধ সাধেনি ম্যাচের গতিতে। অনুকূল পরিবেশে ডারবান টেস্টের দ্বিতীয় দিনে দেখা যায় বোলারদের একতরফা দাপট।
দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়। অর্থাৎ, তাদের🦂 বাকি ৬টি উইকেটের পতন ঘটে। পরে শ্রীলঙ্কা পালটা ব্যা🦄ট করতে নেমে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, তাদের ১০টি উইকেটই খোয়াতে হয় দ্বিতীয় দিনে।
উইকেট পড়ার ধারাবাহিকতা শেষ হয়নি সেখানে। কেননা বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ফের ব্যাট করতে নামে। দিনের শেষে প্রোটিয়ারা দ্ব♔িতীয় ইনিংসে ৩টি উইকেট খুইয়েছে। অর্থাৎ, ডারবান টেস্টের ♉দ্বিতীয় দিনে পড়ে মোট ১৯টি উইকেট। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের একদিনে সব থেকে বেশি উইকেট পড়ার নিরিখে যুগ্মভাবে তিন নম্বরে জায়গা করে নেয় ডারবান টেস্টের দ্বিতীয় দিন।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে দক্ষিণ আফ্রিকায় টেস্টের এক দিনে সব থেকে বেশি উইকেট
১. ২০২৪ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা কেপ টাউন টেস্ট🌺ের প্রথম দিনে পড়ে সাকুল্যে ২৩টি উইকেট।
২. ২০১১ সালে দ𝓡ক্𝔍ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনে পড়ে সাকুল্যে ২৩টি উইকেট।
৩. ২০০৬ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ টেস🧸্টেরꦜ দ্বিতীয় দিনে পড়ে সাকুল্যে ২০টি উইকেট।
৪. ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদ🅘েশ ব্লুমফেন্টন টেস্টের দ্বিতীয় দিনে পড়ে ১৯টি উই𓆉কেট।
৫. ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ডারবান টেস্টের দ্বিতীয় দিনে পড়ে সাকুল্যে ১👍৯টি উইক🔯েট।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯১ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ৪৯.৪ ওভার। ক্যাপ্টেন তেম্বা বাভুমা দলের হয়ে সব থেকে বেশি ৭০ রানের লড়াকু ইনিংস খেলেন। ১১৭ বলের অধিনায়কোচিত ইনিংসে তেম্বা ৯টি চার ও ১টি ছক্কা মারেন। শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে অসিথা ফার্নান্ডো ও▨ লাহিরু কুমারা ৩টি করে উইকেট দখল করেন।
শ্রীলঙ্কার প্রথম ইনিংস
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ৪২ রানে। শ্রীলঙ্কার প্রথম ইনিংস স্থায়ী হয় মোটে ১৩.৫ ওভার। শ্রীলঙ🧸্কার হয়ে দুই অঙ্কের রান করেন কেবল কামিন্দু মেন্ডিস (১৩) ও লাহিরু কুমারা (অপরাজিত ১০)। দক্ষিণ আফ্রিকার হয়ে মারকো জানসেন প্রথম ইনিংসে ৬.৫ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসের নিরিখে ১৪৯ রানের লিড নিয়ে নেয়।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস
দ্বিতীয় 🧔দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছে। অর্থাৎ, প্রথম ইনিংসের লিড মিলিয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে রয়েছে ২৮১ রানে। ৮১ বলে ৪৭ রান করে আউট হয়েছেন এডেন মার্করান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। প্রবথ জয়সূর্য দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৪৮ রানে ২টি উইকেট নিয়েছেন।