১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে হাতে রেখে চেন্নাই সুপার কিং💎সের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য অর্জন করল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের (RR) ডানহাতি পেসার আকাশ মাধওয়াল এবং যুধবীর সিং-এর ব্যতিক্রমী বোলিং পারফরম্যান্সের ফলে চেন্নাই সুপার কিংস (CSK) নির্ধারিত ২০ ওভারে ১৮৭/৮ রানে থেমে যায়। মঙ্গলবার অরুণ জ﷽েটলি স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর এই মরশুমে নিজেদের শেষ ম্যাচে জয় পেতে রাজস্থানের দরকার ১৮৮ রান। ১৭.১ ওভারে চার উইকেটে সেই লক্ষ্য অর্জন করে রাজস্থান।
অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার আইপিএলের চলতি আসরের ম্যাচে যশস্বী জসওয়াল, বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক সঞ্জু স্যামসনের দাপুটে ব্যাটিংয়ে ১৭ বল বাকি থাকতেই✱ রাজস্থান রয়্যালস ৬ উইকেটে হারিয়ে দেয় চেন্নাই সুপার 🐟কিংসকে।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন দুই বাঁহাতি ওপেনার যশস্বী জসওয়াল ও ১৪ বছর বয়সি ব🔥িস্ময়বালক বৈভব সূর্যবংশী। যশস্বী ছিলেন শুরু থেকেই আগ্রাসী, তিনি খালিল আহমেদ ও অনশুল কাম্বোজের উপর ঝড় তুলে মাত্র ১৮ বলে ৩৬ রান করেন। তৃতীয় ওভারে খালিলকে পরপর তিনটি চার ও একটি বিশাল ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের বোল⛎িং আক্রমণ ভেঙে দেন। তবে কাম্বোজের এক বল যশস্বীর ব্যাটে লেগে স্টাম্পে গিয়ে লাগে, ফলে তাঁর ইনিংস শেষ হয়ে যায়।
এরপর সূর্যবংশী ও অধিনায়ক স্যামসন দ্বিতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়ে চেন্নাইয়ের প্রতিরক্ষাকে ভেঙে দেন। সূর্যবংশী স্টাইলেই তাঁর হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ডিপ স্কয়ার লেগে এ🔥কটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ করেন বৈভব।
রবিচন্দ্রন অশ্বিন এই জুটি ভাঙেন, যখন স্যামসন (৪১) আউট হন। একই ওভারে সূর্যবংশীও (৫৭) বিদায় নেন। এরপর নূর আহমেদ রিয়ান পরাগকে গুগলিতে বোকা বানিয়ে ফিরিয়ে দেন, কিন্তু ততক্ষণে চেন্নাই অনেকটা পিছিয়ে পড়েছে। শেষ পর্যন্ত ধ্রুব জুরেল (১২ বলে 🌞৩১*) ও শিমরন হেতমায়ের (৫ বলে ১২*) জুটি রাজস্থানকে ১৮তম মরশুমে তাদের শেষ ম্যাচে জয় এনে দেয়।
আরও পড়ুন … ভিডিয়ো: ধোনির সঙ্গে হাত মেলালেন না বৈভব! ম্যাচ শেষে মাহির পায়ে ছুঁয়ে মন জিতলেন সূ😼র্যবংশী
ম্যাচের শুরুতে চেন্নাইয়ের ইনিংস:
ম্যাচের শুরুতে টস জিতে স💙ঞ্জু স্যামসন বোলিংয়ের সিদ্ধান্ত নেন। চেন্নাইয়ের হয়ে ইনিংস শুরু করতে নামেন আয়ুষ মাত্রে ও ডেভন কনওয়ে। তবে দ্ব🎃িতীয় ওভারেই যুধবীর সিং-এর দুর্দান্ত বোলিংয়ে কনওয়ে (১০) ও উরভিল প্যাটেল (০) ফিরে যান।
এরপর অভিজ্ঞ অশ্বিন ও মাত্রে মিলে চতুর্থ 💙ওভারে ২৪ রান তোলেন। পঞ্ꦗচম ওভারে মাত্রে কুয়েনা মাফাকার বলে ছক্কা হাঁকিয়ে দলের স্কোর ৫০-এর গণ্ডি পের করান। তবে সপ্তম ওভারে অশ্বিন (১৩) ও অষ্টম ওভারে জাডেজা (১) আউট হয়ে ফেরেন।
আরও পড়ুন … পরের বছরের উত্তর খুঁজতে শুরু করেছি… IPL 2026 নিয়ে ভাবতে শুরু করেছেন ꧙🐓মহেন্দ্র সিং ধোনি
৮ ওভারে ৭৮/৫ স্কোরে দাঁড়িয়ে যায় চেন্নাই, তখন ক্রিজে ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস (৮*) ও শিবম দুবে (০*)। দশম ওভারে ব্রেভিস রিয়ান পরাগের বলে ছক্কা মেরে দলের স্কোর ১০০-তে নি🍰য়ে যান। চতুর্দশ ওভারে ব্রেভিস (২৫ বলে ৪২) আকাশ মাধওয়ালের বলে বোল্ড হয়ে ফেরেন। ১৫তম ওভারে একটি ওয়াইড বলের মাধ্যমে চেন্নাই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায🅰়।
আরও পড়ুন … সেরা দলের বিরুদ্ধে… 🅠ENG vs IND Test সিরিজের আগে স্টোকসদের কী বললেন ব্রেন্ডন ম্যাককালাম?
শেষ দিকে শিবম দুবে (৩২ বলে ৩৯) ও মহেন্দ্র সিং ধোনি (১৭ বলে ১৬) দলের রানকে টেনে ২০ ওভারে ১৮৭/৮-এ নিয়ে যান। রাজস্থানের বোলিং পারফরম্যান্স ছিল বেশ ভালো। যুধবীর সিং ৪ ওভারে ৩/৪৭ রান দেন। এছাড়া আকাশ মাধওয়াল ৪ ওভারে ৩/২৯ রান খরচ করেন। তুষার দেশপাণ্ডে ১/৩৩ রান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১/২৭ রান দেন। এই জয়ের ফলে প্লে-অফে না উঠলেও আইপিএল ২০২৫-এর অভিযান দুর্দা🍷ন্তভাবে শেষ করল রাজস্থান রয়🔥্যালস।