কেশিয়াড়ির বুথের পাশে কলকাতা পুলিশ। বাইরে কাঁদছেন বিজেপির পোলিং এজেন্ট। কী করলেন অগ্নিমিত্রা?
1/4পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি। সেখানে আজব কাণ্ড। বুথের ভেতর সাদা ইউনিফর্ম পরে কলকাতা পুলিশ ছিল বলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অভিযোগ। এদিকে বুথের ভেতর কলকাতা পুলিশ কেন রয়েছেন তা নিয়ে প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা।
2/4অগ্নিমিত্রা পাল এসেই প্রশ্ন তোলেন বুথের ভেতর কেন কলকাতা পুলিশ রয়েছে? এরপরই এনিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধে। এরপরই ওই পুলিশকর্মীকে কার্যত জোর করেই ওই বুথ থেকে বের করা হয়। বিজেপির দাবি তাদের পোলিং এজেন্টকেও বের করে দেওয়া হয়েছিল।
3/4যাঁকে কলকাতা পুলিশ বলে দাবি করা হচ্ছে তিনি এনিয়ে কোনও মন্তব্য করেননি। ওই কর্মী কেন বুথের পাশে ছিলেন তা নিয়ে কোনও জবাব দিতে পারেননি। অগ্নিমিত্রা পালের দাবি, কলকাতা পুলিশের এক কর্মী বুথের মধ্য়ে থেকে ভোট করাচ্ছিলেন। আমর সেটা আটকে দিয়েছি।
4/4অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্য়মে বলেন, দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর প্রিসাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে। আমাদের পোলিং এজেন্টকে তৃণমূল বের করে দিয়েছিল। সে ভয় পেয়ে কাঁদছে। এই হল অবস্থা। সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে সে তো কলকাতা পুলিশ বলেই মনে হচ্ছে। তাকে হুমকি দিতে দেখিনি। কিন্তু কেন বুথের পাশে রয়েছেন এটাই তো বুঝলাম না। আমাদের পোলিং এজেন্ট ভয়ে কাঁদছে আর কাঁপছে। আমি শুনেই দৌড়ে এলাম।