মঙ্গলবার সকাল থেকে চল💜ছে দেশের অষ্টাদল লোকসভা নির্বাচনের ভোটগণনা। আর সমস্ত বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণ করে এরাজ্যে উল্লেখযোগ্যাভাবে ভালো ফল করছে তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে হারানো প্রায় সমস্ত এলাকায় ফের উড়তে চলেছে তৃণমূলের ঝান্ডা। তার ব্যতিক্রম হল না রাঢ়বঙ্গেও। সেখানেও একাধিক আসন পুনরুদ্ধারের পথে ঘাসফুল শিবির।
আরও পড়ুন - ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রে বিরোধীদের মারধর - হুমকির অভিযোগ, ꦍগণনা বয়কট বাম-BJPর
পড়তে থাকুন - গণনাকেন্দ্র ছাড়বেন না, রাজ্যে BJPর সরকার আসছে, দলীয় কর্♔মীদের বার্তা সুকান্তর
ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে, রাঢ়বঙ্গেও এবার উল্লেখযোগ্যভাবে মাটি হারাতে চলেছে বিজেপি। তৃণমূলের দখলে থাকা কোনও আসন দখল তো দূর⛄ের কথা, উলটে নিজেদের সমস্ত আসন ধরে রাখতে ব্যর্থ তারা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, রাঢ়বঙ্গের ৬ আসনের মধ্যে মাত্র ২টিতে এগিয়ে বিজেপি। তার মধ্যে আবার পুরুল্যা আসনে লꦐড়াই চলছে সমানে সমানে। কমিশনের ওয়েবসাইট অনুসারে বীরভূম কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এগিয়ে রয়েছেন প্রায় ৭৩ হাজার ভোটে। সেখানে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। বোলপুর আসবে বিজেপি প্রার্থী পিয়া সাহার থেকে প্রায় ২ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অসিত মাল। আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আহলুওয়ালির থেকে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের থেকে প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
বিষ্ণুপুরে বিඣজেপি এগিয়ে থাকলেও সেখানে লড়াই হচ্ছে সমানে সমানে। সেখানে বিজেপি ꦿপ্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের থেকে মাত্র ২,৪৯০টি ভোটে এগিয়ে রয়েছেন। পুরুল্যা আসনেও প্রায় একই অবস্থা। সেখানে বিজেপি প্রার্থী সামান্য ভোটে। সেখানে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর থেকে মাত্র ২,১৪২ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
আরও পড়ুন - ভাঙড়ে গভীর রাতে বোমা তৈরির🐼 সময় বিস্ফোরণ, আহত ISFএর পঞ্চায়েত সদস্যসহ ৫
শুধু পশ্চিমবঙ্গে ✅নয়, গোটা দেশের নিরিখেও প্রত্যাশিত ফল করতে ব্যর্থ হয়েছে বিজেপি। সেখানে ৪০০ পারের লক্ষ্য নিয়ে শুরু করলেও এখন NDAকে থামতে হচ্ছে ৩০০র কাছে। তবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসতে চলেছে NDA. ফলে গোটা দেশের নিরিখে ক্ষমতা কমলেও দেশে বাড়ছে NDA শাসিত রাজ্যের সংখ্যা।