ভালো আছেন অন্নু কাপুর। কিছুদিন আগেই হৃদরোগে আ🍸ক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল ভর্তি হয়েছিলেন। গত রবিবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন অভিনেতা। মুম্বইয়ের বাড়িতে উড়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন অভিনেতা।
অন্নু কাপুরের ম্যানেজার সম্প্🍷রতি জানিয়েছেন, বুকে অস্বস্তি অনুভব করার কথা বলার পরই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অন্নু কাপুরকে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, বুকে অস্বস্তির কথা বলছিলেন অন্নু। ২৬ জানুয়ারি দিল্🦂লির স্যার গঙ্গারাম হাসপাতাল ভর্তি করানো হয়েছিল তাঁকে। ভর্তি হওয়ার পর চার দিন হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণের মধ্যে ছিলেন তিনি। গত ২৯ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, ডাঃ জে পি এস সাহনি, ডাঃ রজনীশ জৈন, ডাঃ রাজীব পাসি, ডাঃ বিএস বিবেক এবং ডাঃ সুশান্ত ওয়াট্টালের কার্ডিওলজি দলের অধীনে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।
অভিনেতার ম্যানেজার ইটাইমসকে বলেছেন, ‘অন্নু কাপুর এখন স্থিতিশীল। চিকিৎসার পর তাঁকে দুদিন বিশ্রাম দেওয়া হয়েছিল এবং এখন আমরা মুম্বইতে ফিরে আসার পরিকল্পনা করছি’। আরও পড়ুন: অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে চেনেন?
তিনি আরও যোগ করেছেন, ‘বুকে চাপ সৃষ্টির কারণে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। এটি মানসিক চাপের কারণে হয়েছে, কারণ তিনি পর পর শ্যুটিং একাধিক লাইভ শো এবং ক্রমাগত ভ্রমণ নিয়ে ব্যস্ত থাꩲকেন। তাঁর বেশ কয়েকটি শো এবং ইভেন্ট রয়েছে। তিনি স্বাভাবিক হয়েই কাজে ফিরবেন এবং আসন্ন প্রজেক্টে🌟র শ্যুটিং আবার শুরু করবেন অভিনেতা’।
চিকিৎসক অজয় স্বরূপ (বোর্ড অফ ম্যানেজমেন্ট) এএনআইকে আগেই বলেছেন, ‘বুকে অস্বস্তির কথা বলছিলেন অন্নু। ২৬ জানুয়ারি ভর্তি হওয়ার ꦚপর চার দিন এখানে চিকিৎসা পরিষেবা নিয়েছেন। তাতেই সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা। অবস্থা এখন স্থিতিশীল, রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে’।
হাসাপাতালে ভর্তি করানোর পর একাধি🌳ক স্বাস্থ্যপরীক্ষার রিপোর্টে করা🍃নো হয়েছে অন্নু কাপুরকে। জানা গিয়েছে, গুরুতর কোনও সমস্যা নেই। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শনিবার জানানো হয়, অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। রবিবারই তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
চার দশকেরও বেশি সময় ধরে শোবিজ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অন্নু কাপুর। হাম, এক রুকা হুয🃏়া ফয়সলা, রাম লখন, হাম কিসিসে কম নেহি, অ্যায়তরাজ, ৭ খুন মাফ, মিস্টার ইন্ডিয়া, তেজাব-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘ভিকি ডোনার’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁকে শেষবার অ্যামাজন প্রাইম ভিডিয়োর ‘ক্র্যাশ কোর্স’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে।
আগামীতে ‘ড্রিম গ🌳ার্ল ২’ 🔯ছবিতে দেখা যাবে অন্নু কাপুরকে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে। ২০২৩ সালের ২৯ জুন মুক্তি পাবে এই ছবি।