সদ্যই জি ꦜবাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘ মামা। সেই গল্প আবর্তিত হবে এক খুদে এবং তার মাকে নিয়ে। সেই মুখ্য শিশু শিল্পীর চরিত্রে দেখা যাবে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকಌ খ্যাত রাধিকা। এবার জানা গেল তার পাশাপাশি আরও এক জনপ্রিয় খুদেকে দেখা যাবে এই মেগায়। সে কে?
দুগ্গামণি ও বাঘ মামা সিরিয়ালের আপডেট
জানা গিয়েছে দুগ্গামণি ও বাঘ মামা সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফুগলাকে🍸। ছোটদের নিয়ে এই সিরিয়ালে যে নতুন রূপে দর্শকরা আবারও এই জনপ্রিয় খুদেকে দেখে খুশিই হবেন সেটা বলাই বাহুল্য। এর আগে ফুগলা হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকেও কাজ করেছে। যদিও তার উত্থান সোশ্যাল মিডিয়ার হাত ধরে। তার আর তার শিক্ষিকার মজার মজার নানা ভিডিয়ো নানা সময় ভাইরাল হয়েছে। এরপর দাদাগিরিতে এসেও সে আপন ক্যারিশমায় নজর কেড়েছিল। কাজ করেছে ড্যান্স বাংলা ড্যান্সেও। এবার জানা গেল ফুগলা জি বাংলার আরও এক ধারাবাহিকে কাজ করবে।
দুগ্গামণি ও বাঘ মামা ধারাবাহিক প্রসঙ্গে
মিঠিঝোরা ধারাবাহিককে সরিয়ে গত সোমবার, ৩ মার্চ থেকে শুরু হয়েছে এই দুগ্গামণি ও বাঘ মামা ধারাবাহিক। এটি প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে নয়টায় ⛦দেখা যাবে জি বাংলার পর্দায়। মুখ্য ভূমিকায় আছেন মানালি মনীষা দে, রাহুল বসু, রাধিকা কর্মকার, প্রমুখ। অন্যদিকে মিঠিঝোরা ধারাবাহিকটি রাত ♕সোয়া দশটা থেকে দেখা যায়।
আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে সৌরভ, বরাত জোরে পেলেন রক্𝔍ষা! কী ঘটেছে মহারাজের সঙ্গে?
আরও পড়ুন: ফের সাইবার অপরাধের শিকার রণজয়! ভক্তদের সতর্ক ক🐼রে কী বার্তা দিলেন গুড্ডির স্যারজি?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, 💙জি বাংলায় এখন পরপর একাধিক ধারাবাহিক বন্ধ হচ্ছে, নতুন তিন তিনটি মেগা আসছে। সদ্যই শুরু হয়েছে মানালি মনীষা দের দুগ্গামণি ও বাঘ মামা। আগামী ১০ মার্চ থেকে আসছে তুই আমার হিরো এবং চিরদিনই তুমি যে আমার। শেষ হচ্ছে নিম ফুলের মধু। থামল মালাবদল ধারাবাহিকের সফরও।