কোয়েলকে ইতালির যেখানে বেড়াতে দেখা যাচ্ছে সেখানেই তিনি একসময় সুরিন্দর ফিল্মসের 'পাগলু' ছবির 'এসেছি তোকে নিয়ে ফিরব বোলে' গানের শ্যুটিং করেছিলেন। কোয়েলের পোস্টে বহু অনুরাগী সেকথা লিখেছেন, একজন লিখেছেন, ‘দিদি তোমায় দেখে মনে পড়ছে সেই পুরনো গান এসেছি তোকে নিয়ে ফিরব বোলে-র কথা।’
ইতালিতে কোয়েল ও রানে
পুজোয় আসছে 'জঙ্গলে মিতিন মাসি'। তবে সে ছবির শ্যুটিং শেষ, টিজারও বের হয়েছে। তাই আপাতত ছুটির মেজাজে দিন কাটছে পর্দার 'মিতিন মাসি কোয়েল'-এর। আপাতত কোয়েল ইতালিতে। প্রযোজক স্বামী নিসপাল সিং রানে ও ছেলে কবীরকে নিয়ে সেখানেই ছুটি কাটাচ্ছেন।
কালো রং-এর শর্ট ড্রেসে ইতালির রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে। আর নিসপাল সিং-কে দেখা গিয়েছে আকাশি রঙের টি-শার্ট ও সাদা প্যান্টে। খোশ মেজাজেই ধরা দিয়েছেন দুজনে। তবে কোয়েলে ছেলে কবীরের ছবি পোস্ট করেননি। ইতালিতে ছুটি কাটানো ভিডিয়ো পোস্ট করে কোয়েল বেশকিছু হ্য়াজট্যাগ দিয়েছেন। যেখানে রয়েছে #Europetrip2023 #italy #Florence #traveldiaries #love #life।
প্রসঙ্গত কোয়েলকে ইতালির যেখানে বেড়াতে দেখা যাচ্ছে সেখানেই তিনি একসময় সুরিন্দর ফিল্মসের 'পাগলু' ছবির 'এসেছি তোকে নিয়ে ফিরব বোলে' গানের শ্যুটিং করেছিলেন। ছবিতে কোয়েলের বিপরীতে দেখা গিয়েছিল দেবকে। কোয়েলের পোস্টে বহু অনুরাগী সেকথা লিখেছেন, একজন লিখেছেন, ‘দিদি তোমায় দেখে মনে পড়ছে সেই পুরনো গান এসেছি তোকে নিয়ে ফিরব বোলে-র কথা।’ আরও একজন লিখেছেন, ‘OMG- পাগলুর সেই গানটার কথা মনে আছে?’ আরও একজন প্রশ্ন করেছেন, ‘তোমায় কিউট লাগছে, তবে কবীর কোথায়?’ কেউ আবার কোয়েলকে 'গর্জাস লেডি' বলে উল্লেখ করেছেন। অনেকেই কোয়েলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।