এক ব্যক্তি নূপুর-কৃতির এই পোস্টে লেখেন, ‘ফ্লপ সিস্টার্স!’ তাঁর সেই কটাক্ষের জবাব দিতে ছাড়েননি নূপুর। বুদ্ধিমত্তার সঙ্গে তার জবাব দিয়েছেন নূপুর। পাল্টা লিখেছেন, ‘আপনি কিন্তু এখনও আমাদের অনুসরণ করে চলেছেন…।’ সঙ্গে দিয়েছেন একটা হাসির ইমোজি।
সম্প্রতি গায়িকা অভিনেত্রী নূপুর শ্যানন তাঁর নতুন বিউটি ব্র্যান্ড লঞ্চ করেছেন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নূপুর। পাশাপাশি অভিনেত্রী দিদি কৃতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েও একটি পোস্ট করেছিলেন।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে কৃতিকে শুভেচ্ছা জানিয়ে নূপুর শ্যানন লিখেছিলেন, শুভ জন্মদিন কৃতসু। এই একই পোস্ট দুটির জন্য কারণ আজ হাইফেনেরও জন্মদিন। আজকের দিনটিও গতকালের মতোই মনে হয়। যখন আমি তোমার ঘরে আসতাম এবং তোমাকে যখন নানান রকম প্রসাধনী বাক্স নিয়ে বসে থাকতে দেখে হতবাক হয়ে যেতাম! তুমি শুধুমাত্র চেষ্টা চালিয়ে যেতে কোন প্রসাধনী উপাদান ভালো সেটা বোঝার জন্য। তারপরে আমিও কিছু শুরু করার স্বপ্ন দেখেছি… তুমিও জানো যে তুমি এটা আনতে প্রস্তুত ছিলে। তারপর হাইফেনের যাত্রা এর যাত্রা শুরু করলাম। আমি বিশ্বাস করতে পারছি না যে এটি ইতিমধ্যেই এসে গিয়েছে! আমি গত ৩ মাস ধরেএর পণ্যগুলির সঙ্গেই ডুবে রয়েছি! আমার মনে আছে নমুনা নিয়ে তোমার কাছে এসে বলেছিলাম - ‘অর দেদে...খাতাম হো গয়া (আমাকে আরও দাও, শেষ হয়ে গিয়েছে)’। তুমি আনন্দে ঝলমল করতে! এটা তো শুধু শুরু… শুধু হাইফেন!'