আসছে পরশুরাম আজকের নায়ক। এই ধারাবাহিকের একটি প্রোমো আগেই প্রক🌺াশ্যে এসেছিল। শুধু তাই নয়, ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে যে কোন থেকে সম্প্রচার শুরু হবে এই মেগার। কোন সময় দেখা যাবে সেটাও জানানো হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে꧒। এবার প্রকাশ্যে এল ইন্দ্রজিৎ , তৃণার নতুন সিরিয়ালের নতুন প্রোমো।
কী দেখা গেল পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের নতুন প্রোমোতে?
পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের নতুন প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে একদল সাধু নদীতে স্নান করছেন। আর তাঁদের মাঝে লাল পাড় সাদা ধুতি পরা এক বর্ষীয়ান সাধু স্নান করছেন। তারপ🎃র তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, 'এই পৃথিবীতে যখন যখন অন্যায় ঘটেছে, মানুষ তাঁর ধর্ম থেকে অধর্মের পিঠে হেঁটেছে তখনই আবির্ভাব হয়েছে তাঁর।' তারপরই স্ক্রিনে দেখা যায় লুঙ্গি গুটিয়ে বন্দুক হাতে শত্রুদের ধা💙ওয়া করতে করতে নিজের পরিচয় করাচ্ছেন নায়ক, পরশুরাম।
কিন্তু কী করে তাঁকে চেনা যাবে এই কথা এক ভক্ত জানতে চাইতেই সেই সাধু ফের বলেন, 'এই সংসার তাঁর খোঁজ পাওয়া সহজ নয়। সে নিজেকে আড়াল করে রেখেছে।' এরপরই দ🍸েখা যায় পরশুরামের মেয়ে তাকে ফোন করছে। আর ফোন গোলাগুলির শব্দ শুনে মাকে বলে দিয়েছে। সেই বিষয়ে স্ত্রী প্রশ্ন করলেই কথা ঘুরিয়ে দেয় পরশুরাম। বলে যে সে ভিডিয়ো গেম খেলছিল বাজার করতে এসে।
আরও পড়ুন: সমুদ্র সৈকতে দোলন🧸ায় দুলছেন দেব! এই ট্রিপেও সঙ্গী রুক্মিণী? ছবি দেখে দুইয়ে দুইয়ে চার নেটপাড়ার
পরশুরাম আজকের নায়ক ধারাবাহিক প্রসঙ্গে
পরশুরাম আজকের ন🌊াটক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে ইন্দ্রজিৎ বসুকে। ত🙈াঁর বিপরীতে তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন তৃণা সাহা। স্টার জলসার পর্দায় আসছে এই ধারাবাহিক। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে ইন্দ্রজিৎ তৃণার জুটির এই মেগার পথ চলা। রোজ রাত ৮টা নাগাদ এই ধারাবাহিকটি দেখা যাবে।