যমজ সন্তানের বাবা হতে চলেছেন রণবীর কাপুর!না, নিছক গুঞ্জন নয়। সম্প্রতি এমনই জল্পনা উস্কে দিয়েছিলেন অভিনেতা স্বয়ং। এক সাক্ষাৎকারে তাঁকে দু'টি সত্যি এবং একটি মিথ্যে বলতে বলা হয়েছিল। মজার সেই খেলায় তিনটি কথা বলেন রণবীর।১। 'আমার যমজ সন্তান হবে।'২। 'খুব বড় একটি পৌরাণিক ছবির অংশ হতে চলেছি।'৩। 'কাজ থেকে একটি দীর্ঘ বিরতি নেব।'উপরিউক্ত তিনটি মন্তব্যের মধ্যে কোনটি সত্যি বা কোনটি মিথ্যা, তা নিয়ে যদিও কিছু বলেননি আলিয়া ভাটের স্বামী। তবে অনুরাগীদের একাংশ ধরেই নিয়েছেন, যমজ সন্তানের অভিভাবক হতে চলেছেন তারকা-দম্পতি। সে কথাই নাকি জানিয়ে দিয়েছেন আকারে ইঙ্গিতে।সত্যিই কি তাই? রণবীরের অনাগত সন্তানকে নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই এ বিষয়ে আরও একবার মুখ খুললেন অভিনেতা। বললেন, 'এত বিতর্কের প্রয়োজন নেই। আমাকে দু'টি সত্যি এবং একটি মিথ্যে বলতে বলা হয়েছিল। কিন্তু কোনটা আসলে কী, সেটা বলতে পারব না।'বিয়ের মাস দুয়েকের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন আলিয়া। এর পরেই নতুন করে চর্চায় বলিউডের তারকা-দম্পতি।চার বছর পর বড় পর্দায় মুক্তি পাচ্ছে রণবীরের 'শামশেরা'। অপেক্ষায় দিন গুনছেন অভিনেতা। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে।