সাম্প্রতিক সময়ে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' ওয়েব সিরিজে রাউডি পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে শাশ্বতকে। খুব শীঘ্রই তাঁকে নাগ অশ্বিনের সাইন্স ফিকশন Kalki 2898 AD- ওরফে প্রজেক্ট কে-র মতো ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রভাস, কমল হাসানদের মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গেও দেখা যাবে তাঁকে।
টাবু-করিনা-কৃতির সঙ্গে শাশ্বত
অভিনয়ের দৌলতে শুধুমাত্র টলিউডেই নয়, বলিউডেও নিজের জমি শক্ত করেছেন শাশ্বত চট্টোপাধ্যা। সাম্প্রতিক সময়ে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' ওয়েব সিরিজে রাউডি পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে শাশ্বতকে। খুব শীঘ্রই তাঁকে নাগ অশ্বিনের সাইন্স ফিকশন Kalki 2898 AD- ওরফে প্রজেক্ট কে-র মতো ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রভাস, কমল হাসান দিশা পাটানিদের মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গেও দেখা যাবে তাঁকে।
বলাই বাহুল্য শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে একপ্রকার নিজের অভিনয় কেরিয়ারের শীর্ষে রয়েছেন। এখন শোনা যাচ্ছে, আরও একটা তারকা খচিত ছবিতে বলিউডের ছবিতে দেখা যেতে চলেছে শাশ্বতকে। যেটি হল ‘দ্য ক্রিউ’। যে ছবিটি রিয়া কাপুর (অনিল কন্যা) বানাচ্ছেন বলে খবর, প্রযোজনা করছেন একতা কাপুর। সেই ছবিতে অভিনয় করার কথা করিনা কপুর, টাবু, কৃতি শ্যাননের। সেখানেই শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে মুম্বই ও আবু ধাবিতে হবে এই ছবির শ্যুটিং। আগামী বছর (২০২৪)এর ২২ মার্চ মুক্তি পাওয়ার কথা ছবিটির।