ছক ভেঙে এবার টলিপাড়ার ছবিতে জুটি বাঁধছেন সৌরভ দাস ও পায়েল রায়। অর্পণ সরকারের পরিচালনায় টানটান উত্তেজনা নিয়ে আসছে 'গিরগিটি'। ছবির গল্প এগোবে কোচবিহার থেকে কলকাতায় আসা একটি মেয়েকে ঘিরে।
কেমন সেই গল্প?
‘গিরগিটি’র গল্পে , অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা ও রহস্যময় অতীত নিয়ে কোচবিহার থেকে কলকাতায় এসে হাজির হয় তানিয়া। সে সে ভালবেসে ফেলে রীতেশ নামে এক সফল ব্যবসায়ীকে। যাঁর কিনা প্রাক্তন প্রেমিকার নামও ছিল তানিয়া। তাঁরা দুজনে মিলে খোলে একটা ক্যাফে খোলে। সময়ের সঙ্গে লিভ-ইন করতে শুরু করে রীতেশ-তানিয়া। পুরনো অতীতকে ভুলে তানিয়া ও রীতেশ যখন এক বাড়িতে। ঠিক তখনই তাঁদের মাঝে জয় নামের এক ব্যক্তি উড়ে এসে জুড়ে বসে। তানিয়া কে সব জায়গায় ফলো করতে থাকে সে। এই জয়-ই কি তাহলে তানিয়ার অতীতের সঙ্গে জুড়ে থাকা কোনও চরিত্র? নাকি ভয়ংকর কিছু ঘটতে চলেছে রীতেশের আর তানিয়ার সুখী সংসারে! এই সবের উত্তর ‘গিরগিটি’ মুক্তি পেলেই জানা যাবে।