বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Raghu Dakat: কপালে তিলক, আপাদমস্তক চাদরে ঢেকে New Year-চমক! রক্তচক্ষু দেখিয়ে অনুরাগীদের ভয় ধরালেন ‘রঘুডাকাত’ দেব
২০২৪-এর শেষটা তাঁর মন্দ হয়নি। এখনও 'খাদান' জ্বরে কাবু বাংলার বক্স অফিস। আর নতুন বছরে পা রাখতেই অনুরাগীদের দারুণ একটা সুখ﷽বর শোনালেন দেব। ১ জানুয়ারি, বছরের শুরুতেই রক🎀্ত চক্ষু নিয়ে ‘রঘু ডাকাত’-এর বেশে দেখা দিলেন সুপারস্টার। তাঁর সেই ভয়ঙ্কর লুক ভয় ধরাচ্ছে বৈকি।
১ জানুয়ারি, বুধবার সকালে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখতেই চমকে উঠলেন নেটিজেনরা। তাঁর গোটা মুখ চাদরে ঢাকা। বেরিয়ে আছে শুধু দুই রক্তচক্ষু। কপালে তাঁর তিলক। এমন চেহারা রঘু ডাকাতের। আকষ্মিক এরূপ দেখলে বুকের ভিতর ধুকপুক করতে বাধ্য। আর এই চেহারাতেই অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন দেব। লিখলেন, 'শুভ নববর্ষ! প্রতিশ্রু🐼তি অনুযায়ী, খাদান-এর পর, আমি আমার পরবর্তী উদ্যোগ (ছবি) নিয়ে আসছি।
আরও পড়ুন-২০২৪ﷺ-২০২৫ এ পা রাখার মু♒হূর্তেও ঝোড়ো ব্যাটিং চালালো পুষ্পা ২, সেখানে বেবি জন-এর হাল কি?