২০২৪-এর ক্যালেন্ডার শেষ, এবার ২০২৫-এর পাতা ওল্টানোর পালা। নতুন বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚছরকে স্বাগত জানাতে প্রস্তুত মিমি-নুসরত। ২০২৪-এর ফেলে আসা কিছু স্মৃতির 🐓কোলাজ ভিডিয়ো পোস্ট করে নতুনকে সাড়ম্বরে স্বাগত জানানোর কথা বললেন মিমি চক্রবর্তী। অন্যদিকে, ৩১ ডিসেম্বর রাতে হট লুকে 'পার্টি তো বানতা হ্যায়' টাইপ ভিডিয়ো পোস্ট করলেন নুসরত জাহান।
নুসরতের পোস্টে দেখা গেলো তিনি বর্ষশেষের পার্টির জন্য রেডি হচ্ছেন। আর এজন্য তিনি ব্ল্যাক হট ড্রেস বেছে নিয়েছেন, সঙ্গে ম্যাচিং স্টোন জুয়েলারি, আর রেড স্টিলেটো। হাতে তাঁর ওয়াইনের গ্লাস আর স্ট্রেবেরি। আয়নার সামনে দাঁড়িয়ে যেন বললেন আমি তৈরি। ভিডিয়ো পোস্ট করে নুসরতের ক্যাপশান ‘Gearing🎐 up for last day of 2024’ অর্থাৎ ২০২৪-এর শেষদিনের জন্য প্রস্তুত হচ্ছি।
আরও পড়ুন-২০২৪-২০২৫এ পা রাখার মুহূর্তেও ঝোড়ো ব্যাটিং চালালো পুষ্🃏পা ২🍌, সেখানে বেবি জন-এর হাল কি?
অন্যদিকে মিমির ভিডিয়োতে ঠাঁই পেয়ে♌ছে ২০২৪-এর ফ্ল্যাশব্যাক। যেখানে রয়েছে তাঁর অভিনয়, মডেলিং, শ্যুটিং, প্রমোশন, অ্যাওয়ার্ড, বেড়াতে যাওয়া সহ নানান মুহূর্ত…। তবে ভিডিয়োর শুরুতেই তিনি হাত দিয়ে লাভ সাইন দেখিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। নাচতে নাচতে বছরকে সেলিব্রেট করার ইঙ্গিত দিয়েছেন। ভিডিয়োটি পোস্ট করে তাই মিমির ক্যাপশন 'Gratitude (লাভ ইমোজি) To everything happy cheers #happynewyear। অর্থাৎ ২০২৪কে কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানিয়ে ২০২৫কে সাড়ম্বরে স্বাগত জানানোর কথা বলেছেন মিমি।
প্রসঙ্গত, ২০২৪ সালটা অনেকেই ‘মন্দ’ বলেছেন ঠিকই, তবে এটা মিমি চক্রবর্তীর জন্য অবশ্য খুব খারাপ ছিল না। তবে ২০২৪-এ লোকসভা নির্বানের প্রার্থী হননি মিমি, একই সঙ্গে রাজনীতি ছেড়ে পুরোপুরি অভিনয়ে মন দ💮েওয়ার কথা জানিয়েছিলেন। অন্যদিকে আবার এই বছরই মিমির পদ্মাপাড়ের ছবিতে শাকিব খানের বিপরীতে ডেবিউ করেছেন। বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছিল শাকিব-মিমির 'তুফান', চর্চা হয়েছে তাঁর দুষ্টু কোকিল গানটি নিয়েও। অন্যদিকে নতুন বছরে 'ডাইনি' ওয়েব সিরিজে দেখা মিলবে মিমির। নির্ঝর মিত্র পরিচালিত এই ওয়েব সিরিজ সমাজের কুক্ষিগত মানসিকতাকে চ্য়ালেঞ্জ জানাবে।
এদিকে ২০২৪🦂 সালটা খারাপ-ভালোর দোলাচলের মধ্যে দিয়ে কেটেছে নুসরত জাহানের। তবে নুসরতকেও আর এবার লোকসভা নির্বাচনের প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তবে তিনি মিমি𝔍র মতো রাজনীতি ছাড়েননি। আর নতুন বছর যশ দাশগুপ্তের সঙ্গে মিলিত প্রযোজনায় 'আড়ি' ছবিটি আনছেন নুসরত জাহান। যে ছবিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই এই ছবি নিয়ে চর্চা জারি রয়েছে।