মাংস রান্না করে খেলেই হবে না, রান্নার সময় সচেতন থাকাটাও একান্ত জরুরি। নাহলেই বি🐟পদের শেষ থাকবে না। যেমনটা ঘটেছে এক মহিলার সঙ্গে। বেশ কয়েক ফুট লম্বা ফিতাকৃমি বের করা হয়েছে ওই মহিলার মুখ থেকে। এই ভিডিয়ো দেখিয়ে একজন ডাক্তার কম রান্না করা মাংস খাওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করে🦋 দিয়েছেন। সেই ফুটেজই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে ১০ লক্ষ ফলোয়ার রয়েছে ওই ডাক্তারের। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানেস্থেসিওলজিস্ট তিনি। নাম ডাঃ মাইরো ফুগুরা। এদিন জোর দিয়ে বলেছেন যে মানুষের কখনই কম রান্না করা শুকরের মাংস খাওয়া উচিত নয়। ডাঃ ফুগুরা ব্যাখ্যা করেছেন যে কম র🐈ান্না করা শুকরের মাংস খেলে ফিতাকৃমি সংক্রমণ হতে পারে।
লম্বা, চ্যাপ্💮টা, ফিতার মতো এই পরজীবী, মানুষের অন্ত্রের ভিতরে বাস করতে পারে এবং গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। ফিতাকৃমি পেটে গেলেই বিভিন্ন লক্ষণ দেখাতে পারে। তখনই আপনার সচেতন হওয়া উচিত। যেমন পেটে ব্যথা, বমি বমি ভাব দেখলেই ডাক্তার দেখাতে হবে। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এটি আরও গুরুতর জটিলতা 𝓡সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন: (Mahashivratri 2025: মহাশিবরাত্রিতে ভুলেও এই সব কাজ করবেন না! এতে 🐓ভালোꦿর বদলে হতে পারে ভয়ঙ্কর বিপদ)