বর্তমানে বেঙ্গালুরুতে এয়ারো ইন্ডিয়া ২০২৩ প্রদর্শনী চলছে। ফলে আকাশপথের দিকে এমনিতেই সকলের চোখ রয়েছে। আর তারই মধ্যে এই ঘোষণা বেশ তাত্পর্যপূর্ণ। এদিন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভার্চুয়ালি যোগ দেন।
ফাইল ছবি: রয়টার্স
ফ্রান্সের এয়ারবাস থেকে ২৫০টি বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। মঙ্গলবার এই 'ঐতিহাসিক' চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করা হল। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, টাটা অধীনস্থ এয়ার ইন্ডিয়া, এয়ারবাসের থেকে ২৫০টি বিমান কেনার অভিপ্রায় পত্রে সই করেছে। চুক্তির অংশ হিসাবে, এয়ার ইন্ডিয়া মোট ২৫০টি বিমান কিনবে। এর মধ্যে ৪০টি A350 ওয়াইড-বডি এবং ২১০টি A320neo ন্যারো-বডি বিমান।
বর্তমানে বেঙ্গালুরুতে এয়ারো ইন্ডিয়া ২০২৩ প্রদর্শনী চলছে। ফলে আকাশপথের দিকে এমনিতেই সকলের চোখ রয়েছে। আর তারই মধ্যে এই ঘোষণা বেশ তাত্পর্যপূর্ণ। এদিন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভার্চুয়ালি যোগ দেন। এদিনের কনফারেন্সে রতন টাটা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, এই চুক্তি ভারতের ইতিহাসে একটি মাইলফলক। এটি ভারত ও ফ্রান্সের বন্ধুত্বের প্রতিফলন। এর পাশাপাশি ভারতের বিমান চালনা ক্ষেত্রের সাফল্যেরও ইঙ্গিতবাহী।