'কেবিন ক্রু'-দের গণছুটির কারণে আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন ৪০টি বিমান বাতিল করে দিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মঙ্গলবার দুপ𒁏ুর থ♛েকে 'কেবিন ক্রু'-দের যে 'সিক লিভ'-র আবেদন করেছেন, তার জেরে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৯০টির বেশি বিমান বাতিল করে দেওয়া হয়েছে। তারইমধ্যে গণ 'সিক লিভ'-র কারণে কয়েকজন 'কেবিন ক্রু'-কে বরখাস্ত করে দিয়েছে। তবে ঠিক কতজনকে বরখাস্ত করা হয়েছে, তা সরকারিভাবে জানানো হয়নি। অবিলম্বে তাঁদের চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কমপক্ষে ২৫ জনকে রাতারাতি ছাঁটাই করে দিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। 'হিন্দুস্তান টাইমস'-র হাতে যে চিঠি এসেছে, তাতে টাটা গ্রুপের মালিকাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের তরফে কড়া ভাষায় জানানো হয়েছে, যেভাবে 'সিক লিভ'-র আবেদন জমা পড়েছে, তা থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পরিকল্পনামাফিক ছুটি নিয়েছেন।
ওই চিঠিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে বলা হয়েছে, '৭ মে'র বিমানের জন্য আপনাকে রোস্টারে রাখা হয়েছিল। কিন্তু আপনি একেবারে শেষমুহূর্তে সূচি প্রস্তুতকারী দলকে জানিয়েছেন যে আপনার শরীর ভালো নেই এবং অসুস্থ বলে রিপোর্ট করেছেন।' সেইসঙ্গে উড়ান সংস্থার তরফে বলা হয়েছে, ‘এটা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ꦬকোনওরকমﷺ যুক্তিসংগত কারণ ছাড়াই ছুটি নেওয়ার জন্য এটা পূর্ব-পরিকল্পিত কাজ।’
সেখানেই থামেনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। 'কেবিন ক্রু'-দের গণ 'সিক লিভ'-র জেরে যে সংস্থা কতটা বিরক্ত, তা চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘আর সেই কাজের কারণဣে অনেক বিমান বাতিল করে দিতে হয়েছে। তার ফলে পুরো সূচি ঘেঁটে গিয়েছে এবং সংস্থার যাত্রীদের চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয়েছে। আপনারা যে কাজ করেছেন, তা শুধুমাত্র জনস্বার্থ-বিরোধী নয়। বরং আপনাদের কাজের জন্য কোম্পানিকে অস্বস্তির মুখে পড়তে হয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং আর্থিক ক্ষতি হয়েছে।’
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ইতিবৃত্ত
টাটা গ্রুপের হাতে আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ৩১টি ঘরোয়া বিমানবন্দর এবং ১৪টি আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে সপ্তাহে ২,৫০০টির বেশি বিমান চালিয়ে থাকে। বোয়িং ৭৩৭ এবং এয়ারবাস এ৩২০ বিমান-সহ ৭০টি বিমান আছে এয়🥂ার ইন্ডিয়া এক্সপ্রেসের। আর দৈনিকর মোট ৩৫০-৪০০টি বিমান চালিয়ে থাকে। ২৫০টি চলে ঘরোয়া রুটে। আর আন্তর্জাতিক রুটে ১২০টি বিমান চালানো হয়। সেখান থেকে দৈনিক ৪০টির মতো বিমান বাতিল করা হচ্ছে।
আরও পড়ুন: TV watching Distance: সারাদিন টিভি 🎃দেখেন? কত দূরে বসে দেখা ভালো জানেন? রইল কিছু জরুরি টিপস