মার্কিন🐻 আদালতে গৌতম আদানি ও তাঁর ভাইপো-সহ আদানি গোষ্ঠীর একাধিক কর্তাব্যক্তির বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। যার পর থেকেই কার্যত আদানির হয়ে নানাবিধ সাফাই দিতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। এহেন প্রে🧔ক্ষাপটে বিজেপির জোটসঙ্গী তথা এনডিএ-র অন্যতম শরিক তেলুগু দেসম পার্টির নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীত্বে ফে🍒রার পর থেকেই নানা ইস্যুতে পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস পার্টির সরকারের তুলোধনা করে চলেছেন চন্দ্রবাবু। শুক্রবার তিনি আদানি প্রসঙ্গে যা বলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই 𝔉মনে করা হচ্ছে।
এদিন রাজ্যের বিধানসভায় ভাষণ দেওয়ার সময় চন্দ্রবাবু জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনায় ভারতের বহু সরকারি আধিকারিককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানি ও তাঁর সংস্থার বিরুদ্ধে। সেই মামলায় অন্ধ্রপ্রদেশের পূর্বত🦋ন সরকারেরও🅠 নাম জড়িয়েছে।
চন্দ্রবাবুর স্পষ্ট বার্তা, মার্কিন আদালতে✨ এই বিষয়ে যে 'চার্জশিট রিপোর্ট' পেশ করা হয়েছে, তা আগে তাঁর সরকারের তরফে ভালো করে খতিয়ে দেখা হবে। এবং তাতে যদি কোনও অনিয়ম ধরা পড়ে, তাহলে নিশ্চয় আইনানুগ পদক্ষেপ করা হবে।
একইসঙ্গে, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এদিন তাঁর বিধানসভার ভাষণে সামনে এনেছেন চন্দ্রবাবু। তিনি জানান, তাঁর সরকার গত পাঁচমাস ধরেই ꦅসেই সমস্ত দুর্নীতির অভিযোগের তদন্ত করছে, যা ২০১৯ সাল 💧থেকে ২০২৪ সালের মধ্যে ঘটেছিল বলে দাবি করা হচ্ছে।
এদিন চন্দ্রবাবুর বক্তব্য উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই-এর তরফে যে এক্স পোস্ট করা হয়েছে, তাতে লেখ🍰া হয়েছে, 'অতীতে ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল। এবং প্রশাসনিক শাখাগুলি অকেজো হয়ে পড়েছিল। ওয়াইএসআর কংগ্রেস পার্টি গত পাঁচ বছরে যে ধ্বংসলীলা ও দুর্নীতি ♔চালিয়েছে, আমরা ইতিমধ্যেই তা নিয়ে আলোচনা করেছি।...'
'...তাদের আচরণের ✨কারণেই অন্ধ্রপ্রদেশ ব্র্যান্ড এবং তা🌳র সুনাম নষ্ট হয়েছে। তারা এমন একটি পরিস্থিতি তৈরি করে গিয়েছে, যেখানে এই বিষয়টি নিয়ে কথা বলাও কঠিন হয়ে পড়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার অত্যন্ত সচেতনভাবে এই ঘটনার উপর নজর রাখছে।'
পিটিআই সূত্রে দাবি, এ🐎ই প্রসঙ্গে এদিন চন্দ্রবাবু আরও বলেন, 'ওখানে 🌺(আমেরিকায়) যে চার্জশিট রিপোর্ট জমা পড়েছে, সে সবই আমার কাছে আছে। আমজনতাও চাইলে সেগুলি দেখতে পারে। আমরা সেগুলি ভালো করে পর্যবেক্ষণ করব। সেই অনুসারেই পদক্ষেপ করা হবে। এবং আমরা সেটা আপনাদের জানাব।'