ত🐟াহলে কি সপ্তমবারের জন্য আর মুখ্যমন্ত্রী হওয়া হবে না নীতিশ কুমারের? বুথ ফেরত সমীক্ষা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। অন্তত দুটি সমীক্ষা অনুযায়ী প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় খড়কুটোর মতো উড়ে যেতে পারে এনডিএ-র জাতপাতের সমীকরণ। বিহারের নবীনতম মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হতে পারেন তেজস্বী যাদব।෴ বাকি সমীক্ষায় যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, কিন্তু ট্রেন্ড মোটের ওপর হল যে পাল্লা ভারি মহাগঠবন্ধনের।
শনিবার করোনাকালে প্রথম বিধানসভা নির্বাচন সম্পন্ন হল বিহারে। তিন দফায় ভোটগ্রহণ হল শান্তিপূর♏্ণ ভাবে। ফলাফল আসবে ১০ নভেম্বর। তার আগে এক্সিট পোলের ফলাফল এসেছে তৃতীয় দফার ভোটগ্রহণের পর। বিভিন্ন সংস্থা নির্বাচন পরবর্তী বুথফেরত সমীক্ষা করেছেন। ওপিনি🐲য়ন পোলে বলা হয়েছিল যে এনডিএ সহজেই জিতছে। এক্সিট পোলে যদিও পিছিয়ে এনডিএ। কিছুটা এগিয়ে মহাগঠবন্ধন। কার্যত দাগই কাটতে পারেনি চিরাগ পাসওয়ানের এলজেপি। কিন্তু অনেক জায়গায় শাসকের ভোট কেটেছে তারা।
২৪৩ আসন বিশিষ্ট বিহার বি🦩ধানসভায় জয়ের জন্য চাই ১২২ আসন। অধিকাংশ সমীক্ষা থেকে উঠে আসছে যে ম্যাজিক ফিগারের খুব কাছে থাকবে মহাগঠবন্ধন। অর্থাৎ তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এক্সিট পোলে সাধারণত তিন শতাংশ মার্জিন অফ এরর থাকে। অর্থাৎ যেই ভোট শতাংশ বলা হচ্ছে সমীক্ষায় তার তিন শতাংশ এদিক-ওদিক হতে পারে। ফলে একটুও এক্সিট পোল ভুল হলেই এগিয়ে যেতে পারে এনডিএ। তবে আপাতত অ্যাডভান্টেজ মহাগঠবন্ধন, সেটা বলাꩵই যায়।
এক নজরে দেখে নেওয়া যাক বি꧃ভিন্ন এক্𓄧সিট পোলে কী চিত্র উঠে এসেছে-
সি ভোটার-টাইমস নাও এক্সিট পোল-
এনডিএ-র মধ্যে বিজেপি পাচ্ছে ৭০ আসন, জেডিইউ পাচ্ছে ৪ꦗ২ আসন, হ্যাম ও ভিআইপি পাচ্ছে দুটি করে আসﷺন।
অন্যদিকে ইউপিএ-র মধ্যে আরজেডি ৭৫ আসন, কংগ্রে൲স ২৫ আসন ও বামপন্থী ১০টি আসন।༒
রিপাবলিক জন-কি বাত এক্সিট পোল-
এনডিএর মধ্যে বিজ🐓েপি পাবে ৬০-৭৫ আসন, জেডিইউ ৩১-৪২ আসন, আরজেডি ৭৯-৯১ আসন ও কংগ্রেস ২৪-৩০ আসন।
টিভি৯-ভারতবর্ষ-
নিউজ ১৮- টুডেজ চাণক্যও এগি🉐য়ে রেখেছে মহাগঠবন্ধনকে। চাণক্য একমাত্র এজেন্সি যাদের মতে হাড্ডাহাড্ডি নয়, একপেশে লড়াইয়ে জিতবে মহাগঠবন্ধন। ৭৫ শতাংশের ওপর আসন তারা জিতবে বলে জানাচ্ছে চাণক্য।
নিউজ ১৮- টুডেজ চাণক্য-
অ্যাডভান্টেজ তেজস্বী যাদব নিউজ♈ এক্সের সমীক্ষাতেও, খুব সম্ভবত সংখ্যাগরিষ্ঠতা💦 পাবে মহাগঠবন্ধন।
নিউস এক্স-ডিভি রিসার্চ-
এর মধ্যে অনেকটা ভিন্নধর্মী রে๊জাল্ট প্রেডিক্ট করছে দৈনিক ভাস্কর।
দৈনিক ভাস্কর-
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষাও বলছে যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন তেজস্বী যাদবের মহাগঠবন্ধন। তেমন কিছু আসন না পেলেও প্রায় ৪০ আসনে এনডিএ-র যাত্রা ভঙ্গ করবেন চিরাগ পাসওয়ানের এলজেপꦆি, এই সমীক্ষা অনুযায়ী।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া
সব মিলিয়ে সাতটি বুথ ফেরত সমীক্ষার মধ্যে ছটিতেই এগিয়ে আছে কংগ্রেস-আরজেডিও ও বাম দলদের নিয়ে গঠিত মহাগঠবন্ধন। শুধু দৈনিক ভাস্করের সমীক্ষায় পাল্লা ভারি বিজেপির। চাণক্য ও অ্যাক্সিস মাই ইন্ডিয়া- হাল আমলে যেই দুই এজেন্সির ট্র্যাক রেকর্ড খুবই ভালো, তাদের মতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে মহ▨াগঠবন্ধন। এটা যদি সত্যি হয়, তাহলে নিশ্চিত ভাবেই ১০ নভেম্বর, ভারতীয় রাজনীতিতে নয়া তারকা হিসেবে উদয় হবেন লালুপুত্র তেজস্বী, যিনি একা লড়ে হারাবেন নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের মতো বর্ষীয়ান রাজনীতিবিদদের।