পর্ন তারকাকে দেওয়া ঘুষ সংক্রান্ত মামলায় এই সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাজার ঘোষণা করা হবে। সেই মামলার রায় পিছিয়ে দেওয়ার জন্যে নিউইয়র্কের এক আদালতে আপিল করেছিলেন ট্রাম্প। তবে তাঁর সেই আর্জি খারিজ করে দেয় আপিল আদালত। এই আবহে চরম অস্বস্তিতে পড়েছেন তিনি। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ফের রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন ট্রাম্প। তার আগে শুক্রবার, ১০ জানুয়ারি ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণার কথা আদালতের। এর আগে এই মামলায় ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। এই আবহে সেই রায়ের বিরুদ্ধে ট্রাম্প উচ্চ আদালতে আবেদন জানাতে চলেছেন। আর তাই আপাতত নিউইয়র্কের নিম্ন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যাতে কোনও সাজা ঘোষণা না হয়, সেই আবেদনই জানানো হয়েছিল। তবে মার্কিন ভাবী প্রেসিডেন্টের সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। (আরও পড়ুন: ১৪ বছর আগে কাঁটাতারে ঝুলে মৃত্যু বাংলাদেশি নাবালিকার, মা🌊 বললেন - 'ভারতকে যেন…')
আরও পড়ুন: পাসপোর্ট বাতিল বাংলাদেশের, আর ভারত নাকি বাড🌱়িয়েছে হাসিনার ভিসারဣ মেয়াদ: রিপোর্ট
এদিকে ট্রাম্পের আইনজীবীর বক্তব্য ছিল, যেমন ভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না, তেমনই প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রেও সেই রক্ষাকবচ বজায় থাকা উচিত। তবে বিচারক সেই যুক্তিতে সায় দেননি। এদিকে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প উচ্চ আদালতে যেতে পারেন বলে জানা গিয়েছে। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি সংক্রান্ত মামলার রায় খারিজের আবেদন করা হয়েছিল। তবে সেই মামলায় মার্কিন বিচারক রায় দিয়েছিলেন, যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে নথি জালিয়াতির দায়ে ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়া উচিত। উল্লেখ্য, এই নিয়ে ট্রাম্পের আইনজীবীর যুক্তি ছিল, রাষ্ট্রপতি থাকাকালীন ট্রাম্পের মাথায় যদি এই মামলার খাড়া ঝুলতে থাকে, তাহলে তাঁর শাসন ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। এরই সঙ্গে ট্রাম্পের আইজীবীর দাবি ছিল, সুপ্রিম কোর্ট সম্প্রতি যে রায় দিয়েছে, তাতে ট্রাম্পকে আর দোষী সাব্যস্ত করা যায় না এই মামলায়। তবে ৪১ পৃষ্ঠার রায়ে বিচারক হুয়ান মারচান বলেন, 'ব্যবসায়িক নথি জাল করার ক্ষেত্রে ট্রাম্পের ব্যক্তিগত কর্মকাণ্ড নির্বাহী বিভাগের কর্তৃত্ব ও কার্যক্রমে হস্তক্ষেপের কোনও ঝুঁকি তৈরি করে না।' এই আবহে ট্রাম্পের বিরুদ্ধে মামলা খারিজে সায় দেননি বিচারক। (আরও পড়ুন: মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরি𓂃কার নামে রাখা হব൲ে: ট্রাম্প)
আরও পড়ুন: সোমনাথের স্থা🌜নে এবার ইসরো প্রধান হচ্ছেন নারায়ণন, এই বিশিষ্ট বিজ্ঞানী কে?
প্রসঙ্গত, ২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এই আবহে ট্রাম্পই প্রথম 'প্রাক্তন প্রেসিডেন্ট', যিনি কি না ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন। তবে এবার তিনি আবারও প্রেসিডেন্টের গদিতে বসতে চলেছেন। প্রসঙ্গত, প্রথম মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে কোনও ফৌজদারি মামলার বিচারে হাজির হয়ে লজ্জার ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। আর সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন এই রিপাবলিকান। এই আবহে ট্রাম্পের সাজা হওয়ার কথা থাকলেও নির্বাচনে জয়ের পর সেই সাজা পিছিয়ে দেন বিচারক। (আরও পড়ুন: আবারও তাপমাত্রা প��তনের পূর্বাভাস পশ্চিমবঙ্গে, কলকাতায় কি জাঁকিয়ে শীত প🌼ড়বে?)
আরও পড়ুন: রানাঘাটে ভারতে🙈র ৫ কিমি জমি কি সত্যি বাংলাদেশের দখলে? বিতর্কে༺র মাঝে মুখ খুলল BSF