গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস সংক্রান্ত মামলায় মঙ্গলবার সরকারিভাবে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতারির 🍸মুখে পড়তে হল।
সংবাদসংস্থা এপি🅘র প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় পর্নস্টার স্টর্মির মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক ধারা চাপানো হয়। সেই ঘটনায় আজ (মঙ্গলবার) নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে ম্যানহাটনের একটি আদালতে এসে আত্মসমর্পণ করেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। যে ঘটনাকে ‘অভাবনীয়’ বলে ব্যাখ্যা করেছেন স্বয়ং ট্রাম্প। যাঁর বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে অপরাধমূলক ধারা চাপানো হয়েছে।
পর্নস্টার স্টর্মি এবং ট্রাম্প কাহিনির ইতিবৃত্ত
- ২০০৬ সাল: স্টর্মির দাবি, নেভেদায় সেলেব্রিটিদের একটি গলফ প্রতিযোগিতায় ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছিল।
- ২০০৭ সাল: স্টর্মির দাবি, একটি শো'তে অংশগ্রহণ নিয়ে লস অ্যাঞ্জেলসে বেভারলি হিলস হোটেলে ট্রাম্পের বাংলোয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের (তখন ছিলেন না প্রেসিডেন্ট) সঙ্গে দেখা করেছিলেন।
- ২০১১ সাল: ইন টাচ ম্যাগাজিনে স্টর্মি দাবি করেন যে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই সংক্রান্ত একাধিক তথ্যও দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে ট্রাম্প তাঁর সঙ্গে যৌন সম্পর্কে স্থাপন করেছিলেন।
- ২০১৬ সালের জুলাই: রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন: Stormy Daniels on Donald Trump: এই পর্নস্টারের জন্যই কপাল পুড়েছে ট্রাম্পের, মামলা শুরুর পর কী বললেন 📖তিনি?
- ২০১৬ সালের অক্টোবর: মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে 'সম্পর্কের' বিষয় নিয়ে মুখ না খোলার জন্য স্টর্মিকে ১৩০,০০০ মার্কিন ডলার দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবী।
- ২০১৮ সালের ফেব্রুয়ারি: দ্য নিউ ইয়র্ক টাইমসে ট্রাম্পের আইনজীবী দাবি করেছিলেন যে স্টর্মিকে নিজের থেকে অর্থ দিয়েছিলেন। ট্রাম্প ওই বিষয়ে কোনও নির্দেশ দেননি।
- ২০২৩ সালের এপ্রিল: ওই ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Who is adult star Stormy Daniels: পর্নস্টারের সঙ্গে ‘সেক্স’, ‘ঘুষ দিয়ে’ জেল হতে পারে ট্রাম্পের, কে এই স্ꦕটর্মি?
ট্রাম্প নিয়ে বাইডেন
ট্রাম্পের সেই ধাক্কার মধ্যেই হোয়াইট হাউসের তর𝔉ফে জানানো হয়েছে, পূর্বসূরিকে যে অবস্থার মুখে পড়তে হয়েছে, তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জেন পিয়েরি বলেছেন൲, ‘যখন দিনের খবর দেখার সময় হবে ওঁনার (বাইডেনের), তখন উনি অবশ্যই ওই বিষয়টি দেখে নেবেন। কিন্তু এখন ওই বিষয়টি (ট্রাম্পের কাণ্ড) তাঁর (বাইডেনের) নজরে নেই।’