ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ মঞ্জুর 🌄করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। আর এমন আবহে সেই টাকা দেওয়া হচ্ছে ইসলামাবাদকে, যখন ভারত ও পাকিস্꧙তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তৈরি হয়েছে যুদ্ধের মতো পরিস্থিতি। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
এক্স বার্🧔তা꧋য় ওমর আবদুল্লা লিখেছেন, ‘আমি নিশ্চিত নই, আন্তর্জাতিক মহল কীভাবে মনে করে উপমহাদেশে বর্তমান উত্তেজনা কমে যাবে, যখন কিনা পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধর এবং আরও অনেক জায়গায় হামলা করার জন্য পাকিস্তান যে সমস্ত অস্ত্র ব্যবহার করেছে, সেটা কার্যত মিটিয়ে দিচ্ছে আইএমএফ।’
পাকিস্তানের ট্র্যাক রেকর্ড এবং সন্ত্রাসবাদের মদতের জন্য সেই অর্থ ব্যবহারের আশঙ্কায় ইসলামাবাদকে ঋণ দেওয়ার বিরোধিতা করে ভারত। নয়াদিল্লির তরফে স্পষ্টভাবে জানানো হয়, দীর্ঘদিন ধরেই আইএমএফের থেকে ঋণ নিয়ে আসছে পাকিস্তান। কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের শর্ত মেনে সেই টাকা খরচের ক্ষেত্রে ইসলামাবাদের ট্র্যা✤ক রেকর্ড অত্যন্ত খারাপ।
ভারতে🐷র তরফে জানানো হয়, বছরের পরে বছর আইএমএফের থেকে ঋণের অর্থ পেয়েছে পাকিস্তান। শেষ পাঁচ বছরেও পাকিস্তানের জন্য আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের চারটি কর্মসূচি ছিল। সেটা যদি ঠিকমতো কাজে লাগাত, তাহলে ফের আইএমএফের কাছে হাত পাততে হত না। অর্থাৎ ঋণের জন্য হাত পেতেও পাকিস্তান আখেরে কাজের কাজ কিছু করে না বলে ভারতের তরফে জানানো হয়েছে।