পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়েছেন মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমর। সেই সফরের নিন্দা করল ভারত। নয়াদিল্লির তরফে অভিযোগ করা হল, পাক🐈িস্তান অবৈধ দখল করে রেখেছে এমন একটি জায়গায় গিয়ে ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন ইলহান।
চারদিনের সফরে পাকিস্তানে গিয়েছেন ইলহান। যিনি জন্মগ্রহণ করেছেন সোমালিয়ায়। সেই সফরে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিরোধী নেতা ইমরান খান-সহ একাধিক রাজনীতিবি🌊দের সঙ্গে। পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বরাবর নিয়ন্ত্রণরেখা পরিদর্শনেও যান। সেখানকা🃏র পরিস্থিতি খতিয়ে দেখেন।
আরও পড়ুন: Imran Khan: ‘বিদেশি ষড়যন্ত্🐼রের কি হল?’ মার্কিন কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠকের পর কটাক্ষে বিদ্ধ ইমরান
সেই সফর নিয়ে কড়া ভাষায়🍸 বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘আমরা দেখেছি যে ভারতের ভূখণ্ডের অন্তর্গত জম্মু ও কাশ্মীরের একটি অংশ💖ে গিয়েছেন মার্কিন প্রতিনিধি ইলহান ওমর। যে এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান।’ সঙ্গে তিনি বলেন, ‘এরকম একজন রাজনীতিবিদ যদি নিজের দেশে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়ে রাজনীতির চর্চা করতে চান, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের ভূখণ্ডের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করার বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই সফর নিন্দনীয়।’
আরও পড়ুন: 🐎মন্ত্রিসভা সাজাচ্ছেন শেহবাজ,নয়া পাক বিদেশমন্ত্রী হচ্ছেন ৩৩ বছরের বিলাওয়াল ভুট্টো
ভারতের কড়া বার্তার মুখে আমেরিকা দাবি করেছে, সরকারি সফরে যাননি ওমর। ব্যক্তিগত সফরে গিয়েছেন তিনি। মার্কিন বিদেশ💃 দফতরের মুখপাত্র নেদ প্রাইস বলেন, ‘আমি যেটা জানি, তাতে আমেরিকার সরকারের সফরে যাননি মার্কিন প্রতিনিধি ওমর।’