♑প্রথমে বিমান হানা। তারপরে গ☂্রাউন্ড অপারেশনে। একেবারে গাজার মাটিতে নেমে শুরু হল অপারেশন।
জানুয়ারিতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে দেখা যায়নি এমন মাত্রায় ধারাবাহিক বিমান হামলা চালানোর মাত্র একদিন পর গাজায় 'লক্ষ্যবস্তু স্থল অভিযান' শুরু করেছে ইজরায়েল।
‘নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ এবং উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটি আংশিক বাফার তৈরি করার জন্য গত কয়েক দিন ধরে আইডিএফ সৈন্যরা মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় স্থল কার্যক্রম লক্ষ্য করে হামলা শুরু করেছে। স্থল অভিযানের অংশ হিসেবে সেনারা নেটজারিম করিডরের কেন্ꦯদ্রস্থ🌃লে তাদের নিয়ন্ত্রণ আরও প্রসারিত করেছে,’ এক বিবৃতিতে বলেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
একই সঙ্গে সিদ্ধান্ত হয়, গোলানি ব্রিগেড সাউদার্ন কমান্ড এলাকায় মোতায়েন থাকবে এবং গাজা উপত্যকায় অভিযানের জন্য প্রস্তুতﷺ থাকবে। ইজরায়েল রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষার জন্য আইডিএফ গাজা উপত্যকায় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে।