আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেনের ট্যাক্স রিটার্ন অনুসারে, এই দম্পতি গত বছর (২০২২ সালে) ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার উপার্জন করেছে। যা এর আগের বছরের তুলনায় বেশ ভাল ছিল। এর আগের বছর ত🌌াঁদের এই সমীকরণ ৩০ হাজার ডলার কম ছিল। তাঁদের এই আয়ের সিংহ ভাগ বাইডেনের কংগ্রেস দ্বারা নির্ধারিত রাষ্ট্রপতি ব🦄েতন থেকে এসেছে যা ৪ লাখ ডলার।
মঙ্গলবার (১৮ এপ্রিল) আমেরিকার কর বিভাগ এই পরিসংখ্যান প্রকাশ করে। ভারဣতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে স্বচ্ছতার জন্য একটি নতুন কর প্রদর্শন ব্যবস্থা চালু করেছেন। এই নিয়মের উল্লেখযোগ্য ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প যিনি♒ তাঁর বার্ষিক আয় এবং ট্যাক্স রিপোর্ট প্রকাশ করতে অস্বীকার করতেন সেখানে বাইডেন নিজেই সব তথ্য প্রকাশ করেছেন।
ফার্স্ট লেডি জিল বাইডেন নর্দার্ন ভার্জ🍎িনিয়া কমিউনিটি ক꧟লেজে শিক্ষকতা করেন এবং বাইরের প্রতিষ্ঠানের বেতনে চাকরি চালিয়ে যাওয়া প্রথম রাষ্ট্রপতির স্ত্রী। তাঁর উপার্জন ৮২ হাজার ৩৩৫ ডলার। আমেরিকার এই রাষ্ট্রপ্রধান দম্পতি তাঁদের ফেডারেল ট্যাক্সের হার ২৩ দশমিক ৮ শতাংশ প্রদান করেছেন, যা গত বছরের ২৪ দশমিক ৬ শতাংশ থেকে এক ধাপ কম। ফলে ফেডারেল আয়কর দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫৮ ডলার। তাঁরা তাঁদের নিজ রাজ্য ডেলাওয়্যারে আয়কর হিসাবে ২৯ হাজার ২৩ ডলার শোধ করেছে। যেখানে ফাস্ট লেডি ভার্জিনিয়া আয়কর হিসাবে ৩ হাজার ১৩৯ ডলার দিয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান🧔 টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেনন🐬ি।)