বাংলা নিউজ > ঘরে বাইরে > Kozhikode Plane Crash: কোঝিকোড়ে ২৭ বার নেমেছিলেন পাইলট, ১০,০০০ ঘণ্টার বেশি উড়িয়েছিলেন বিমান
পরবর্তী খবর
এক বা দু'বার নয়, কমপক্ষে ২৭ বার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণ করেছিলেন দীপক বসন্ত সাঠে। সঙ্গে ছিল ১০,০০০ ঘণ্টার বেশি বিমা𓂃ন ওড়ানোর অভিজ্ঞতা। এমনটাই জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী।
শুক্রবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের দুর্ঘটনার পর শনিবার সকালেই কোঝিকোড়ে যান পুরী। সেখানে গিয়ে পরিস্থিতির পর্যালোচনা করে। ꦇখতিয়ে দেখেন উদ্ধারকাজ। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেন, ‘আমাদের অন্যতম বিশিষ্ট ও অভিজ্ঞ কমান্ডারদের মধ্যে অন্যতম ক্যাপ্টেন দীপক বসন্ত সাঠে বিমানের দায়িত্বে ছিলেন এবং নিয়ন্ত্রণ করছিলেন। ক্যাপ্টেনের ১০,০০০ 🎀ঘণ্টার বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। এই বিমানবন্দরেই উনি আগে নেমেছিলেন। আমার মতে, সবমিলিয়ে ২৭ বার নেমেছিলেন, চলতি বছরেও নেমেছিলেন।’