২০২৩ সালে নাকি হাজার হাজার ডলার মূল্যের উপহারে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে ܫভরিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে সরকারি সফরে আমেরিকা গিয়েছিলেন মোদী। সেই সময়েই প্রেসিডেন্ট জো বাইডেনের সহধর্মিণীকে একাধিক বহুমূল্য উপহার দিয়েছিলেন ভারতের প্র꧟শাসনিক প্রধান।
জিল বাইডেনকে দেওয়া সেই উপহারের তালিকায় ছিল একটি হীরেও। যার দাম ২০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ - ভারতীয় মুদ্রায় যার বাজারদর প্রায় ১৭🐻 লক্ষ ১৫ হাজার টাকা! তথ্য বলছে, সেটি হল একটি ৭.৫ ক্যারেটের 'গ্রিন ল্যাব-গ্রোন ইকো-ফ্রেন্ডলি হীরে'!
যে বাক্সয় ভরে সেই হীরে জিল বাইডেনকে উপহার দেওℱয়া হয়েছিল, সেটি কাগজের মণ্ড𓃲 দিয়ে তৈরি! যাকে বলা হয়, কার-এ-কলমদানি।
মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ অফ প্﷽রোটোকলের দফতর থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই অনুসারে𓃲, ফার্স্ট লেডি জিল বাইডেনকে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীই যে দামি উপহার দিয়েছিলেন, তেমনটা নয়।
বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে তিনি যেসমস্ত উপহার পেয়েছেন, তার মধ্যে রয়েছে - আমেরিকায় ইউক্রেনের রাষ্✱ট্রদূতের দেওয়া একটি বহুমূল্যের ব্রোচ! যার দাম ১৪ হাজার মার্কিন ডলারের থেকেও বেশি। মিশরের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে একটি ফোটো অ্যালবাম উপহার দিয়েছিলেন। যার দাম ৪,৫১০ মার্কিন ডলার!
মার্কিন আইন বিভাগের আধি🌼কারিকরা জানাচ্ছেন, সরকারের যেকোনও উচ্চপদস্থ আমলা, আধিকারিক কিংবা ন🌳ির্বাচিত প্রতিনিধি (প্রেসিডেন্ট-সহ) যদি কোনও বিদেশির কাছ থেকে এমন কোনও উপহার পান, যার দাম ৪৮০ মার্কিন ডলারের বেশি, তাহলে তাঁকে সেই উপহারের বিষয়ে বিস্তারিত তথ্য অবশ্যই প্রকাশ্য়ে আনতে হয়।
এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এপি যে পℱ্রতিবেদন প্রকাশ করেছে, সেই অনুসারে ভারতের প্রধানমন্ত্রী যে হীরে জিল বাইডেনকে উপহার দিয়েছিলেন, সেটি সরকারি কাজে ব্যবহারের উদ্দেশে হোয়াইট হাউসেরই ইস𓂃্ট উইংয়ে রেখে দেওয়া হয়েছিল। এছাড়াও, অন্য়ান্য যে উপহার বাইডেন ও তাঁর স্ত্রী পেয়েছিলেন, সেগুলিকে সব আর্কাইভে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবারের জন্য সরকারি সফর💝ে আমেরিকায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ফার্স্ট লেডি জিল বাইডেনের 🤪সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
ভারতের পক্ষ থেকে সরকারি উপহার হিসাবে সেবার জো বাইডেনকে সম্পূর্ণ হাতে খোদাই করে তৈরি করা একটি চন্দনকাꦕঠের বাক্স উপহার দিয়েছিলেন মোদী। সেই বাক্সের ভিতরে ছিল রুপোর তৈরি একটি গণেশ মূর্তি এবং একটি প্রদীপ। এছাড়াও, 'উপনিষদের ১০ নীতি' শীর্ষক একটি বইও জো বাইডেনকে উপহার দিয়েছিলেন ভারতের প্রধা🌃নমন্ত্রী।
অন্যদিকে, মোদীকে একটি অ্য়ান্টিক আমেরিকান বই উপহার দিয়েছিলেন বাইডেন। মোদীকে দেওয়া উপহারের তালিকায় আরও ছিল - একটি ভিন্টেজ আমেরিꦅকান ক্যামেরা, মার্কিন বন্যপ্রাণ সংক্রান্ত একটি ফোটোগ্রাফির বই।