কয়েকদিন আগেই পডকাস্টের অভিষেক ঘটিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিখিল কামাথকে দীর্ঘ ২ ঘণ্টা ধরে সাক্ষাৎকার দিয়েছিলেন মোদী। আর এবার মার্কিন পডকাস্টারের মুখোমুখি হতে পারেন নরেন্দ্র মোদী। আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যান শনিবার ঘোষণা করেছেন যে তিনি ফেব্রুয়ারির শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি পডকাস্ট হোস্ট করবেন। তিনি জানান, প্রথমবারের মতো ভারতে সফর করতে চলেছেন তিনি। তাঁর দাবি, ভারতের সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করে মানুষজনের সঙ্গে মেলামেশার সুযোগ পেয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে 'সুপ্রিম নির্দেশিকা' অমান্য করছে CB📖I? বিস্ফোরক নির্যাতি🅠তার মা)
আরও পড়ুন: গাজায় ফিরেও ফিরছে না শান্তি? যুদ্ধবিরতি কার্যকরের আগেই♐ নয়া হুমকি ইজরায়েলের
এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই নিয়ে লেক্স ফ্রিডম্যান লেখেন, 'ফেব্রুয়ারির শেষের দিকে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি পডকাস্ট করব। আমি কখনও ভারতে যাইনি। তাই অবশেষে ভারতের প্রাণবন্ত, ঐতিহাসিক সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারব ভেবে আমি উচ্ছ্বসিত। এবং ওখানকার দুর্দান্ত মানুষদের সঙ্গে মিশতে আগ্রহী আমি।' (আরও পড়ুন: 'দিল্লির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', গলাবাজি বাংলাদেশে,ꦑ গভীর 🍸রাতে যা হল...)
উল্লেখ্য, লেক্স ফ্রিডম্যান একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং পডকাস্টার। ২০১৮ সাল থেকে তিনি পডকাস্ট হোস্ট করছেন। নিজের পডকাস্টে বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া এবং রাজনীতির বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়ে থাকেন লেক্স ফ্রিডম্যান। ২০১৯ সালে ফ্রিডম্যানের এমআইটির গবেষণার প্রশংসা করেছিলেন ইলন মাস্ক। এরপরই তিনি 'লাইমলাইটে' চলে আসেন। যদিও ফ্রিডম্যা🌟নের সেই গবেষণার সমালোচনা করেছিলেন এআই বিশেষজ্ঞদের অনেকেই। এদিকে এর আগে ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো ব্যক্তিত্বদের হোস্ট করেছেন লেক্স ফ্রিডম্যান। লেক্স ফ্রিডম্যানের ইউটিউব চ্যানেলে ৪.৫ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। উল্লেখ্য, ফ্রিডম্যানের জন্ম ১৯৮৩ সালের সোভিয়েত ইউনিয়নে (বর্তমানের তাজিকিস্তান)। ২০১৪ সালে এআই নিয়ে কাজ করার জন্যে ফ্রিডম্যানকে নিয়োগ করেছিলেন গুগল। তবে ৬ মাস পরই চাকরি ছেড়ে দিয়েছিলেন ফ্রিডম্যান। সেখান থেকে তিনি এমআইটি-তে গবেষণা শুরু করেন।