বিভিন্ন সূত্র মারফত আগেই দাবি করা হয়েছিল। এবার এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে বিজেপি নেতা প্রহ্লাদ যোশী ঘোষণা করলেন যে রবিবার, ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। এই আবহে পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তৃতীয় ভারতীয় হবেন মোদী। উল্লেখ্য, আজ দিল্লিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এনডিএ-র সংসদীয় দলের বৈঠক। নরেন্দ্র মোদীকে তাদের নেতা নির্বাচিত করার জন্য জোটের নবনির্বাচিত আইনপ্রণেতারা আজ একত্রিত হয়েছেন। সঙ্গে শরিক দলের প্রধান এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন সংসদে। আজকের বৈঠকে এনডিএ-র নেতা হিসেবে মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গোটা কক্ষে ‘মোদী, মোদী’ রব ওঠে। (আরও পড়ুন: TMC থেকে কলকাতার ৪০টি ওয়ার্ড ছিনিয়ে নিল বি🐼রোধ✅ীরা! গেরুয়াময় নিউটাউন)
আরও পড়ুন: বদল অঙ্কে,২৪-র নিরিখে ২১-র থ🎉েকে কম বিধানসভায় এগিয়ে TMC! বাড়ল BJP, খাতা খুলল বাম
এদিকে বৃহস্পতিবার থেকেই দর কষাকষি শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং শরিক দলগুলির। এমনিতে ভোটের ফল প্রকাশের পরে বুধবার এনডিএ-র সকল শরিক দল মিলিত হয়েছিল। এরপর বৃহস্পতিতে জেডিইউর তরফ থেকে দাবি করা হয়, যদি অগ্নিবীর প্রকল্পে সেনা ভরতির বিষয়টি নিয়ে সরকার পুনর্বিবেচনা করে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি এবং 'এক দেশ, এক ভোট' ইস্যুতে বিজেপিকে পূর্ণ সমর্থন করবে। এছাড়া নীতীশ এবং চিরাগের সম্মিলিত দাবি, বিহারকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হোক। ওদিকে চন্দ্রবাবু নাইডুও অন্ধ্রের জন্য একাধিক দাবি সামনে রেখেছেন। রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রের পিছিয়ে পড়া ৭ জেলার জন্যে তিনি বিশেষ আর্থিক সাহায্য চেয়েছেন, অন্ধ্রের জন্য বিশেষ মর্যাদাবা, বিজওয়াড়া মেট্রোর জন্য ৫০ শতাংশ অর্থসাহায্য। (আরও পড়ুন: 🍰আশঙ্কাই সত্যি হল, চরম ভোগান্তির চিত্র শ🐓িয়ালদায়, বিভ্রান্ত লোকাল ট্রেনের যাত্রীরা)
আরও পড়ুন: শিয়ালদায় লোকাল যাত্রীদের চরম দুর🎉্ভোগ, বিশেষ বাস চালু শহরতলিতে
এদিকে শুধু নীতিগত দাবি নয়। শরিকদের বিভিন্ন মন্ত্রক পাওয়ার চাহিদাও আছে। রিপোর্ট অনুযায়ী, টিডিপি নিজেদের জন্য ৫টি মন্ত্রী পদ এবং জনসেনার জন্য ২টি চেয়ে বসে আছে। এদিকে জয়ন্ত চৌধুরীর আরএলডি একটি ক্যাবিনেট পদের দাবি জানিয়েছে। এদিকে নীতীশের জেডিইউ পাঁচটি মন্ত্রী পদের দাবি জানিয়েছে। চিরাগ একটি ক্যাবিনেট পদের দাবি জানিয়েছেন। ওদিকে একনাথ শিন্ডে একটি ক্যাবিনেট এবং একটি প্রতিমন্ত্রী পদের দাবি জানিয়েছেন। এর মধ্যে রেল মন্ত্রক চেয়েছেন নীতীশ। এদিকে এলজেপি-র নেতা চিরাগ পাসওয়ানও রেলমন্ত্রীর পদ♏ দাবি করেছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এবারের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। সরকার টিকিয়ে রাখতে তাই জোটসঙ্গীদের ওপর নির্ভর করে থাকতেই হবে বিজেপিকে। এহেন পরিস্থিতিতে মন্ত্রীপদের দাবি নিয়ে চাপ বাড়াতে পারে টিডিপি এবং জেডিইউ-র মতো দলগুলি। সরকার বাঁচাতে সেই সব দাবির অধিকাংশ মেনে নিয়ে আপসও করতে পারে বিজেপি। আর তাই এবার মোদী ৩.০ সরকারের ক্যাবিন𝐆েটের চিত্র পুরোপুরি ভিন্ন হত🐈ে পারে বলে মনে করা হচ্ছে।