ভারতীয় সেনায় মুসলিমদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণের দাবি তুলে বিতর্ক উস্কে দিয়েছেন জনতা দল ইউনাইটেড নেতা গুলাম রসুল বেলায়াভি। এই আবহে নিজের দলের নেতার 💃ওপরই ক্ষুব্ধ হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই আবহে নীতীশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি নিজে গুলাম রসুলের থেকে তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে ব্যাখ্যা চাইবেন নীতীশ। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, 'অনেকেরই অনেক কথা বলার অভ্যাস আছে। আমি যখন তাঁর সাথে দেখা করব, তখন আমি তাঁকে জিজ্ঞাসা করব যে তিনি কী বলেছেন এবং কেন বলেছেন।'
এর আগে মঙ্গলবার পুলওয়ামা হামলার বর্ষপূর্তির দিন গুলাম রসুল বলেন, 'বিজেপি নিজেদের ভুলভ্রান্তি লুকোতে সেনার আড়ালে লুকিয়ে পড়ে। ওরা ভোটের জন্য সেনা জওয়ানদের রক্ত নিয়েও আপস করতে পারে। আমাদের সেনা জওয়ানদের বীরত্ব, ত্যাগ এবং বলিদানের রাজনৈতিক ফায়দা তোলে বিজেপি। পলাতকের মতো সেনার কোলে আশ্রয় নেয় বিজেপি। দেশের মানুষের সেনার উপর ভরস🐻া আছে। তবে সেনায় মুসলিমদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ থাকা উচিত। মোদী যদি পাকিস্তানকে ভয় পান, তাহলে তাকে শায়েস্তা করতে হলে ভারতীয় সেনার ৩০ শতাংশ মুসলিমকে নিয়োগ করতে হবে। তাঁরাই একমাত্র পাকিস্তানকে জবাব দিতে পারে। পাকিস্তান যখন মিসাইল নিয়ে ভারতকে হুমক🍬ি দিচ্ছিল, তখন নাগপুর থেকে কোনও বাবা তার উত্তর দেননি। যিনি উত্তর দেন তিনি একজন মুসলিম ছিলেন। তিনি এপিজে আব্দুল কালাম।' তাঁর এই মন্তব্যের জেরেই শুরু হয় বিতর্ক।
বারবার দলের নেতার এই বিতর্কিত মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে নীতীশ কুমারকে। এর আগে তিনি পয়গম্বর বিতর্ক নিয়ে মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন। গতমাসেই তিনি বলেছিলেন, 'বলেন, 'যদি পয়গম্বরের বিরুদ্ধে কোনও মন্তব্য করা হয় তাহলে মু𒈔সলিমরা ভারতের শহরগুলিকে কারবালায় পরিণত করবে।' পরে নিজের মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, 'আমি একথা বলেছি এবং আমি আমার বক্তব্যে অনড়। কারবালার অর্থ, সবকিছু মনুষ༺ত্ব এবং ভাতৃত্বকে রক্ষা করতে বাকি সবকিছু ত্যাগ করা।'