‘PoK হামারা হ্যায়' - পাকিস্তান-অধিকৃত কাশ্মীর আমাদের, এমনই ভাষায় বুধবার সংসদে দাঁড়িয়ে হুংকার দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে ট্রেডমার্ক আগুনে ভঙ্গিমায় ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল এবং ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনার সময় শাহ বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য (জম্মু ও কাশ্মীর বিধানসভায়) ২৪টি আসন আমরা সংরক্ষিত রেখেছি। PoK হামারা হ্যায় (কারণ ওটা আমাদের জায়গা)।’ যে 🍷হুংকারের পরেই লোকসভায় হাততালির ঝড় ওঠে। পরে তিনি জানান, মনোনীত সদস্যদের তালিকায় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একজন প্রতিনিধিকেও রাখা হচ্ছে বলে জানান শাহ। অর্থাৎ পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জন্য মোট ২৫ সদস্যের আসন সংরক্ষিত রাখা হচ্ছে।
এমনিতে এবার সংসদের শীতকালীন অধিবেশনে যে গুরুত্বপূর্ণ বিলগুলি পেশ করা হচ্ছে, সেই তালিকার উপরের দিকেই ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) ඣবিল এবং ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিলের নাম আছে। আর সেই বিল নিয়ে লোকসভায় নিজের ভাষণে শাহ জানান, ২০১৯ সালের ৫ অগস্ট যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটার জন্য ভূস্বর্গের আমূল পরিবর্তন হয়েছে। সেদিন জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্য🎃াহারের সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, সেই ব্যাখ্যা দেন শাহ।
সেই রেশ ধরেই জম্মু ও কাশ্মীরের বিধানসভার নয়া ছবিটা কেমন হবে, তা শাহ জানান। তিনি বলেন, ‘জম্মুতে আগে ৩৭টি আসন ছিল। এটাও ন্যায়ের বিষয়। আগে জম্মুতে ৩৭টি আসন ছিল। এখন ৪৩টি আসন হয়েছে। কাশ্মীরে আগে ৪৬টি আসন ছিল। এখন ৪৭ হয়েছে। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আ♛সন আম💖রা সংরক্ষিত রেখেছি। কারণ ওটা আমাদের জায়গা (PoK হামারা হ্যায়)। আগে সবমিলিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভায় ১০৭টি আসন ছিল। এখন সেটা বেড়ে হচ্ছে ১১৪।’
শাহ আরও জানান যে জম্মু ও কাশ্মীর বিধানসভায় মনোনীত সদস্যের সংখ্যা বাড়ানো হচ্ছে। সেই মনোনীত ব্যক্তির একজন হবেন পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে। তিনি বলেন, 'আগে জম্মু ও কাশ্মীর বিধানসভায় মনোনীত সদস্যের সংখ্যা ছিল দুই। এবার থেকে পাঁচজন মনোনীত সদস্য থাকবেন। জম্মু ও কাশ্মীরের আইন অনুযায়ী, দুই মহিলাকে মনোনীত করেন রাজ্যপ﷽াল (বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর বা উপ-রাজ্যপাল আছে)। যা ১৫ নম্বর ধারায় উল্লেখিত আছে। এবার থেকে সেটায় কাশ্মীরের দুই বাসিন্দাকে রাখা হবে। তাঁদের মধ্যে একজন মহিলা হবেন। আর পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একজনের জন্য মনোনীত প্রার্থীদের একটি আসন সংরক্ষিত রাখা হবে।'