পাকিস্তানের বান্নু শহরের একটি সামরিক ছাউনিতে দুই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও ২৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর মিলেছে।
বোমা হামলার পরে, কয়েকজন আক্রমণকারী প্রাঙ্গণের পরিধি টপকানোর চেষ্টা করে।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান বলেন, বিস্ফোরণের পর বাতাসে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে এবং গুলির শব্দ হয়েছে।
‘দেওয়াল ভাঙার পর আরও পাঁচ-ছয়জন হামলাকারী সেনানিবাসে প্রবেশের চেষ্টা করে, কিন্তু তাদের খতম করা হয়। ওই এলাকায় অভিযান এখনও অব্যাহত রয়েছে,’ এক বিবৃতিতে বলেছে পাক সেনাবাহিনী।
পাকিস্তানি তালিবান অনুমোদিত জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেছে
পাকিস্তানি তালিবানি অনুমোদিত জঙ্গি গোষ্ঠী জইশ আল-ফুরসান বান্নুতে হামলার দায় স্বীকার করেছে।
সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে হতাহতের খবর নিশ্চিত না করলেও বান্নু জেলা হাসপাতাল জানিয়েছে, অন্তত নয়জন নিহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সামরিক এলাকায় এই হামলা চালানো হয়। এই অঞ্চলেই পাকিস্তানি তালিবানের মতো জঙ্গি গোষ্ঠী সক্রিয়।
পবিত্র রমজান মাসে সন্ধ্যায় নমাজের সময় যখন বেশিরভাগ মানুষ রোজা ভাঙছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে।
গত নভেম্বরে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
জুলাই মাসে এক আত্মঘাতী বোমা হামলাকারী তার বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায় এবং অন্যান্য জঙ্গিরা সামরিক স্থাপনার বাইরের দেওয়ালের কাছে গুলি চালায়।