বাংলা নিউজ > ঘরে বাইরে > Waqf Equation in Bihar NDA: বিধানসভা ভোটের আগে ওয়াকফ বিল নিয়ে বিহারে চিড় ধরবে NDA-তে? অঙ্ক কষে কোন পথে JDU, LJP-R?
পরবর্তী খবর
ওয়াকফ সংশোধনী বিলের সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছে বিহারের এনডিএ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড)-এর পর কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান এবং জিতন রাম মাঝির দলও এই ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন জানিয়েছে। চিরাগের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) হুইপ জারি করে তাদের সমস্ত সাংসদদের আগামী দু'দিন সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। অপরদিকে মাঝি বলেন, ওয়াকফ সংশোধনী বিল পাস হলে দেশের প্রতিটি মুসলিম বলবেন 'মোদী হ্যায় টু মুমকিন হ্যায়'। (আরও পড়ুন: ওয়াকফ বিল ঠেকাতে ‘শেষ কার্ড’ AIMPLB-র, BJP-র শরিকদের কাছে চাইল ‘বিশ্ব🌳🤡াসের দাম’)