সদ্য হরিয়ানায় বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপির প্রচার সভায় কাশ্মীরে ঘটে যাওয়া তাঁর এক অভিজ্ঞতার কথা তুলে ধরলেন যোগী আদিত্যনাথ। বিজেপি শাসিত উত্তর প্রদেশে💫র মুখ্যমন্ত্রী সদ্য জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন। ৩৭০ ধারা অবলুপ্তি পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরে গিয়ে যোগী আদিত্যনাথের কোন অভিজ্ঞতা হয়েছে, তা হরিয়ানায় বিজেপির সভায় ব্যক্ত করেন বিজেপির এই তাবড় নেতা।
সদ্য জম্মু ও কাশ্মীরে ভোটের প্রচারের জন্য গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে গিয়ে তাঁর সঙ্গে কী ঘটেছিল, সেই ঘটনার বিবরণ দেন আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ বলেন,'দু'দিন আগে আমি জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের প্রচারের জন্য সেখানে ছিলাম। আমাকে একটি হেলিকপ্টার নিতে হয়েছিল সবাস্থল পর্যন্ত পৌঁছানোর জন্য। তবে আমি বিমানবন্দর থেকে বের হতে পারছিলাম না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে। আমি যখনꦬ বিমানবন্দরের বিল্ডিংয়ের ভিতরে ছিলাম, তখন এক ভদ্রলোক এসে আমায় ‘রাম রাম’ বলে শুভেচ্ছা জানান। আমি কিছু বলিনি প্রথমে, আমি তাঁর দিকে তাকিয়ে ছিলাম,🐬 কারণ আমি সেখানে কাউকে চিনি না। কিন্তু তারপর যখন ওই ভদ্রলোক আবার বললেন, ‘যোগী সাহেব রাম রাম’ আমি ঘুরে তাকালাম, আমি দেখি তিনি একজন মৌলবী। আমি অবাক হয়েছিলাম একজন মৌলবীর মুখে রামরাম শুনে।'
( বাবা মুখ্যমন্ত্রী, ছেলে উপমুখ্যꦇমন্ত্রী! এমকে স্ট্যালিনের সরকারে পুত্র উদয়নিধি পেলেন ডেপুটি CM পদ, মন্ত্রিসভায় রদবদল)