RBI Steps for Online Loan App: অবৈধ ঋণ প্রদানকারী অ্যাপের জাল কাটতে পদক্ষেপ, নয়া এজেন্সি গঠন করবে আরবিআই Updated: 02 Apr 2024, 02:29 PM IST Abhijit Chowdhury বিগত বছরগুলিতে বেআইনি অননুমোদিত একাধিক অনলাইন অ্যাপ সংস্থার ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দেশে। ডিজিটাল মাধ্যমে মানুষদের ঋণ দিয়ে পরে তার বিনিময়ে চড়া সুদ নেয় তারা। পাশাপাশি ঋণগ্রহীতাকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। এই আবহে এবার পদক্ষেপ করছে আরবিআই।