টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ তাদের চারটি ম্যাচই হেরেছে। এর ফলে তারা গত দুই মাসে আটটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। দলের এমন পারফরমেন্সের পরেসকলেই দল নিয়ে প্রশ্ন তুলছেন। এমন অবস্থায় দলের কারিগরি উপদেষ্টা শ্রীধরন শ্রীরামের মতে, এই সিরিজ থেকে তিনি অনেক কিছু শিখেছেন, প্রধান বিষয় হল অস্ট্রেলিয়া বিশ্বকাপে তার জন্য সঠিক টিম কম্বিনেশনটা কী হতে চলেছে। শ্রীধরন শ্রীরাম দৃ𝐆ঢ়ভাবে বিশ্বাস করেন যে বাংলাদেশ তার সেরা সমন্বয় পেয়ে গিয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের সেরা পারফরম্যান্স দেখালেও, তারপর ডেথ ওভারে বোলাররা হতাশ করেন। শেষ ไপর্যন্ত সাত উইকেটে হারতে হয় বাংলাদেশকে। এরপরে শ্রীরাম বলেন, ‘বাংলাদেশকে জিততে হলে সব ক্ষেত্রেই সফল হতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজে আমরা দুটি সুযোগ তৈরি করেছি যে🧜খান থেকে আমরা জিততে পারতাম। প্রথম ম্যাচ জিততে আমাদের শেষ ১০ ওভারে ১০০ রান করতে হয়েছিল এবং আজ আমাদের ১০ ওভারে ১০০ রান রক্ষা করতে হয়েছিল। আমরা দুটি ম্যাচ খুব কাছ থেকে হেরেছি কিন্তু আমরা এটা থেকে শিখেছি। ভালো দলগুলো ম্যাচ শেষে ওভার প্রতি ১০ রান করতে বা বাঁচাতে উভয়ই জানে।’
আরও পড়ুন… ৬১ বলে ১৩৪- Syed Mushꦚtaq Ali Trophy🧜-তে ফের সুনামি পৃথ্বীর, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নির্বাচকদের
এই সিরিজে বাংল🦋াদেশ চারটি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি মাঠে নামিয়েছিল এবং ফাস্ট বোলিং আক্রমণেও ক্রমাগত পরিবর্তন করতে দেখা গিয়েছিল। এই বিষয়ে শ্রীরাম বললেন, ‘আপনি এটিকে একটি পরীক্ষা বলছেন তবে আমি এটিকে একটি কম্বিনেশন বলে মনে করি। আমরা একজন খেলোয়াড়কে বিভিন্ন পরিস্থিতিতে রাখতে চাই এবং দেখতে চাই সে কোথায় সবচেয়ে কার্যকর হবে। বিভিন্ন দলের বিরুদ্ধে আমাদের কম্বিনেশন সম্পর্কে আমরা পরিষ্কার। আমরা সব বিকল্প প্রস্তুত রাখতে চাই। অধিনায়ক, দলের পরিচালক এবং আমি জানি আমরা কী করছি। আমাদের মনে প্রায় দুই বা তিনটি ভিন্ন সংমিশ্রণ আছে এবং আমরা পরিস্থিতি অনুযায়ী সেগুলিকে মানিয়ে নেব।’
শ্রীরাম অলরাউন্ডার সৌম্য সরকারের প্রশংসা করেছেন। সরকারকে সংযুক্ত আরব আমির শাহিতে ২০২১ বিশ্বকাপের পরে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে তিনি এই টুর্নামেন্টে দুটি ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন। শ্রীরাম বলেন, ‘সে শট মারতে গিয়ে আউট হয়েছে। এটার একটা উদ্দেশ্য ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনই নিঃস্বার্থ ভাবে খেলা উচিত। আমরা 🌞প্রথম দুই ওভারে ছয়-সাত রান করেছিলাম এবং সে এটির উন্নতি করার চেষ্টা করছিলেন। এমন অবস্থায় তিনি আউট হয়েছেন, এবং এটা হয়েই থাকে। শেষ ম্যাচে তিন নম্বরে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এগুলি ভালো লক্ষণ এবং আমাদের তাঁর মতো খেলোয়াড়দের প্রতি আরও বিশ্বাস রাখতে হবে।’
আরও পড়ুন… PCA-র বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ হরভ🐬জনের💛,ইস্তফা পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধানের
শ্রীরাম বলেন, দু-এক দিনের মধ্যে বাংলাদেশের চূড়ান্ত বিশ্📖বকাপ স্কোয়াড নির্ধারণের আগে ম্যানেজমেন্টকে আরও কিছু আলোচনা করতে হবে। তিনি বলেন, ‘আরও দুই দিন আছে। আমরা পরিবর্তন করতে প্রস্তুত। আমরা জানি আমাদের কী প্রয়োজন এবং আপনারাও দুই দিনের মধ্🦂যেই সবটা জানতে পারবেন।’
বাংলাদেশ এখন নিউজিল্য꧟ান্ড থেকে ব্রিসবেনে যাবে। এরপরে ১৭ অক্টোবর আফগানিস্তান এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর পরে, সুপার 12-এ তাদের প্রথম ম্যাচটি কোয়ালিফায়ারের দলের বিরুদ্ধে খেলতে হবে। সেই ম্যাচটি ২৪ অ🦄ক্টোবর হোবার্টে অনুষ্ঠিত হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।