ইংল্যান্ডের ঝড়। আর সেই ঝড়েই উড়ে গে🅰ল পাকিস্তান। একেবারে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার মতো পরিসংখ্যানের নজির গড়ল পাকিস্তান। আর তাদের বিরুদ্ধে স্বর্ণাক্ষরে লেখা বিশ্বরেকর্ড করে ফেললেন ব্রিটিশ তনয়ারা।
মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে ফেলেছিল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশরা প্রথমে ব্যাট 🌞করতে নেমে ৫ উইকেটে ২১৩ রান করে ফেলে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বোচ্চ স্কোর। পাশাপাশি কুড়ি-বিশের বিশ্বকাপে প্রথম কোনও টিম ২০০ রানের গণ্ড𝔉ি টপকাল। এর আগে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার। ২০২০ সালে থাইল্যান্ডের বিরুদ্ধে তারা ৩ উইকেটে ১৯৫ রান করেছিল। তারও আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৫ উইকেটে ১৯৪ রান করেছিল। মঙ্গলবার সকলকে টপকে নয়া ইতিহাস লিখে ফেললেন ব্রিটিশ কন্যারা।
আরও পড়ুন: ✱ICC 🌼Women’s T20 WC: গত বারের ৪ সেমি ফাইনালিস্ট ফের লড়াইয়ে, জানুন শেষ চারের সূচি
এ দিকে ইংল্যান্ডের দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে ন𒈔েমে পাকিস্তানের ইনিংসে শেষ ৯ উইকেট হারিয়ে ৯৯ রান। ১১৪ রানের বিশাল ব্যবধানে তারা ম্যাচ হারে। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ হারের রেকর্ড। অর্থাৎ ইংল্যান্ড সবচেয়ে বড় ব্যবধানে জয়েরও নজির গড়ে। আর সেই সঙ্গে পাকিস্তান লজ্জাজনক নজির থেকে মুক্তি দিল থাইল্যান্ডকে। কেননা এত দিন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বড় ব্যবধানে হারের রেকর্ড ছিল থাইল্যান্ডেরই। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ১১৩ রানে হেরেছিল তারা।
ধারে ও ভারে পাকিস্তানের থেকে অনেক এগিয়েই ছিল ইংল্যান্ড। তাই বি-গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের জয় নিয়ে বাজি ধরতে রাজি ছিলেন না কেউই। তব൲ে আশা করা ছিল যে, নিদা দাররা কিছুটা হলেও পাল্টা লড়াই উপহার দেবে। কিন্তু তা না হয়ে, বরং পাকিস্তান পুরোপুরি আত্মসমর্পণ করে বসে ইংল্যান্ডের কাছে।
আরও পড়ুন: ICC T20I Player Rankings-এ বিশাল লাফ বঙ্গ 🃏তনয়া♚র, ক্যারিয়ারের সেরা জায়গায় রেণুকা
এ দিন ইংল্যান্ডের হয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ড্যানি ওয়াট ও ন্যাট সিভার। উইমেন্স প্রিমিয়র লিগে দল না পাওয়া ওয়াট ৭টি চার ও ২টি ছক্কার স෴াহায্য়ে ৩৩ বলে ৫৯ রান করেন। ৩ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেওয়া ন্যাট সিভার ৪০ বলে ৮১ রান করে নট-আউট থাকেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ৩১ বলে ৪৭ রান করেন অ্যামি জোনস। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। পাকিস্তানের ফতিমা সানা ২🎉টি এবং সাদিয়া ইকবাল, নিদা দার ও তুবা হাসান ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৯ রানে আটকে যায়। তুবা হাসান ২৮, ফতিমা সানা ১৬, সিদরা আমিন ১২ ও নিদা দার ১১ রান করেন। ইংল্যান্ডের ক্যাথেরিন ব্রান্ট ও চা💯র্লি ডিন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন ন্যাট সিভার, সারা গ্লেন ও সোফি একলেস্টౠোন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।