মঙ্গলবার (১০ মে) প্রথম দল হিসাবে আইপিএলের প্লে-অফে জায়গা পাকা করার লড়াইয়ে নেমেছিল দুই নতুন দল গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। ম্যাচে লখনউকে দুরমুশ করে ৬২ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় গুজরাট। মাত্র ১৪৪ 🐻রান করেও, গ𒐪ুজরাট বোলারদের দাপটে ৮২ রানেই গুটিয়ে লখনউ।
এই ম্যাচেই নিজের আইপিএল অভিষেক ঘটান তামিলনাড়ুর প্রতিভাবান স্পিনার আর সাই কিশোর। নিজের প্রথম ম্যাচে বল হাতে বেশ প্রভাবিতও করেন তিনি। মাত্র দুই ওভার বল করলেও, সাত রান খরচ করে আয়ুষ বাদোনি এবং মহসিন খানকে সাজঘরে ফেরান তিনি। ম্যাচ শেষে ২৫ বছর বয়সি স্পিনারকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন গুজরাট অধিনায়ক হার্দিক। তিনি বলেন,💮 ‘বাঁ-হাতি স্পিনার হিসাবে আমি ওকে ভীষণ রেট করি। ও দারুণ টেকনিক্যাল বোলার। বলের গতি ও উচ্চতার জেরে, পিচ থেকে অতিরিক্ত মদত পায় ও।’
এতই যখন কিশোরকে পছন্দ, তাহলে তাঁর সুযোগ পেতে পেতে ১২টি ম্যাচ লেগে গেল কেন? এই বিষয়ে হার্দিকের ব্যাখ্যা, ‘আমাদের কাছে যে ধরনের ফাস্ট বোলিং আক্রমণ রয়েছ, তার জন্যই দলের ওর আর জয়ন্তর (যাদব) জায়গা হচ্ছিল না। কিন্তু এই পিচের দিকে তাকিয়ে এবং ওদের দলে এত ডান হাতি ব্যাটার থাকায়, আমাদের মনে হয়েছিল এই ম্যাচে ও প্রভাব ফেললেও ফেলꦚতে পা𝄹রে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।