আইপিএল মানেই ছক্কা হাঁকানোর রেকর্ড নিয়ে আলোচনা। কে কতগুলি ছক্কা মারলেন, কে কত বড় ছক্কা হাঁ♐কালেন, এমন বিষয় নিয়ে চর্চা হয় বিস্তর। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে যেখানে ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়তে চান ব্যাটসম্যানরা, শুভমন গিল সেখানে ছক্কা না ম💜েরে নজির গড়লেন পুণেতে।
বরং বলা ভালো যে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ফিরতি ম্যাচে কোনও ছক্কা না মেরে ১৩ বছর (১৪ মরশুম) আগের এক রেকর্ড ছুঁয়ে ফেলেন গিল। তাও আবার সচিন তেন্ডুলকরের 🌃মতো কিংবদন্তির।
আসলে পুণেতে লখꩲনউয়ের বিরুদ্ধে গুজরাটের হয়ে ইনিংসের ওপেন করতে ন🎶ামেন গিল। তিনি অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। ৪৯ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলার পথে গিল ৭টি চার মারলেও কোনও ছক্কা হাঁকাননি।
আইপিএলের কোনও ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেও ছক্কা না মারার রেকౠর্ড ছিল কেবল সচিন তেন্ডুলকরের। ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করেত নামেন সচিন। শে🐼ষ পর্যন্ত অপরাজিত থাকলেও নিজের ইনিংসে কোনও ছক্কা মারেননি মাস্টার ব্লাস্টার।
কাকতলীয় বিষয় হল, সেই ম্যাচে সচিন গিলের মতোই ৪৯টি বল খেলেছিলেন এবং ৭টি চার মেরেছিলেন। শুধু রানটাই 💯যা একটু কম করেছিলেন। সচিন চেন্নাইয়ের বিরুদ্ধে সেই ম্যাচে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৫৯ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।