হেনরিখ ক্লাসেনের আর পঞ্চাশ করা হয়নি এবং এর জন্য সেই সময়কার পরিস্থিতি ও ছন্দ ভেঙে যাওয়াকেই তিনি দায়ী করেছেন। যে জন্য আম্পায়ার ও দর্শকদের দিকে আঙুল তুলেছেন ক্লাসেন। তবে এখানেই বিষয়টি থেমে থাকেনি। কারণ এরপরে শাস্তির মুখে পড়েন SRH ক্রিকেটার।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন আইপিএল ২০২৩-এর ৫৮ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু ২৯ বলে ৪৭ রান করে আউট হয়ে যান তিনি। ক্লাসেন তাঁর পঞ্চাশের কাছাকাছি গিয়ে আউট হওয়ায় তিনি খুশি হননি এবং প্রথম ইনিংসের পর তিনি আম্পায়ারিং নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এছাড়াও ভারতীয় দর্শকদের নিয়েও কথা বলেছেন তিনি। ক্লাসেন আম্পারিং নিয়ে বলতে গিয়ে বলেন এটি ‘খুবই খারাপ’ এবং হায়দরাবাদের দর্শকদের আচরণকে ‘অসম্মানজনক’ বলে বর্ণনা করেছিলেন।
ম্যাচের পর ক্লাসেন বলেন, ম্যাচের মাঝপথে উইকেট দ্রুত বদলে যায়। এটি স্পিন এবং বাউন্স ছিল এবং এডেন মার্করাম এবং ফিলিপসকে আউট করে ক্রুণাল পান্ডিয়া আমাদের সমস্যায় ফেলে দিয়েছিলেন। এখানে হার্ড লেংথ বল খেলা কঠিন হয়ে পড়ছিল। এই উইকেটটা খারাপ না হলেও খুব স্লো ছিল। ক্লাসেন বলেন, ‘সত্যি কথা বলতে আমি দর্শকদের কাছে খুবই হতাশ হয়েছি এবং এটা এমন কিছু যা আপনারা চান না। আম্পায়ারিংও ভালো ছিল না এবং এই কারণে মোমেন্টাম ভেঙে যায়।’
আসলে প্রথম ইনিংসের ১৯তম ওভারে আবেশ খানকে মারছিলেন ক্লাসেন। আবেশ খানের সেই ওভারের তৃতীয় বলটি খেলেছিলেন আব্দুল সামাদ। আবেশ খান সেই বলটি সামাদের কোমরের উপরে করেছিলেন এবং তার পরে লখনউ এই বলটি সম্পর্কে একটি রিভিউ নেয়। কিন্তু তৃতীয় আম্পায়ার এটিকে একটি ন্যায্য বল বলে অভিহিত করেন এবং এর পরে সামাদকে অসন্তুষ্ট দেখায়। একই সময়ে, ক্লাসেন ওভারের চতুর্থ বলে একটি চার মারেন এবং তিনিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না। দর্শকরাও বিষয়টিতে জড়িয়ে পড়েন এবং তাদের দিক থেকে লখনউ ডাগআউটে কিছু নিক্ষেপ করা হয়। খবরে বলা হয়েছে, দর্শকরা নাকি নাট ও বোল্ট ক্রিকেটারদের দিকে নিক্ষেপ করে ছিল।
আম্পায়াররা তখন ডাগ-আউটে যান এবং বিষয়টি শান্ত করার চেষ্টা করেন, এমনকি পুলিশ সেখানে পৌঁছায়। সেই সময় লখনউ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলেন। তবে মাঠে ডি কক ও ক্লাসেনের মধ্যে কিছুটা কথা কাটাকাটিও হয়েছিল। বিষয়টি শান্ত হওয়ার পর, ক্লাসেন আবার ব্যাট করতে নামেন, কিন্তু আবেশ খানের বলে তিনি আউট হয়ে যান। এ দিনের ইনিংসে ৩টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ক্লাসেন ২৯ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান।
ফলে হেনরিখ ক্লাসেনের আর পঞ্চাশ করা হয়নি এবং এর জন্য সেই সময়কার পরিস্থিতি ও ছন্দ ভেঙে যাওয়াকেই তিনি দায়ী করেছেন। যে জন্য আম্পায়ার ও দর্শকদের দিকে আঙুল তুলেছেন ক্লাসেন। তবে এখানেই বিষয়টি থেমে থাকেনি। কারণ এরপরে শাস্তির মুখে পড়েন SRH ক্রিকেটার। IPL এর code of conduct ভাঙার কারণে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আইপিএল কতৃপক্ষ। বোর্ডের তরফ থেকে ক্লাসেনের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচে শেষ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই এমনটা হয়েছে। ফলে তিন রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হওয়া, ম্যাচ হারার পরে এবার জরিমানার শিকার হলেন সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা ক্রিকেটার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।