জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ১২ রান। হাতে ছিল ২টি উইকেট। শেষ ওভারে জোড়া বাউন্ডারি মেরে স্কটল্যান༺্ডকে ম্যাচ জেতান মার্ক ওয়াট। ওমানের বিরুদ্ধে এক বল বাকি থাকতে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়ার পরে স্কটিশ তারকার সেলিব্রেশন ছিল দেখার মতো।
৪৯.৫ ওভারে উইনিং শট নেওয়ার পর মার্ক দূরে ছুঁড়ে ফেলেন নিজের ব্যাট। তার পরে ঢিল ছোঁড়ার মতো একে একে গ্লাভসোজোড়া খুলেও ছুঁড়ে দেন এদিক-ওদিক। ব্যাট ফেলে দেন অপর ব্যাটসম্যান আদ্রিয়ানꦿও। এমন বন্য সেলিব্রেশন ক্রিকেটের মাঠে খুব কমই দেখা গিয়েছে। মার্কের এমন সেলিব্রেশনের ভিডিয়োꦐ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইসিসি।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডি🙈য়ামে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-টু'এর ম্যাচে ওমানের মুখোমুখি হয় স্কটল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওমান। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৫ রান তোলে। কাশ্যপ প্রজাপতি ৮১ ও মহম্মদ নদিম ৫৩ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।