মঙ্🤡গলবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম ম্যাচেই রাফায়েল নাদাল স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন অ্যালেক্সেই পপিরিনকে। তৃতীয় সেট ২-৫ পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটেই জꦗয় ছিনিয়ে নেন রাফা। এ দিকে দ্বিতীয় সেটে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ হাসি হাসলেন মেয়েদের এক নম্বর তারকা অ্যাশলে বার্টি।
এ দিন নাদাল শুরু থেকেই ছন্দে ছিলেন। প্রথম দু'টি সেটই কিছুটা এক তরফা ভাবে জিতে নেন রাফা। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান অ্যালেক্সেই পপিরিন। নাদালের সার্ভিস ব্রেক করে ৫-২ এগিয়ে যান তিনি। কিন্তু সেখান থেকে লড়াই করে তৃতীয় সেটেও জয় ছিনিয়ে নেন নাদাল। খেলার ফল ৬-২, ৬-৩🐓, ৭-৬ (৭/৩)। দ্বিতীয় রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন ফ্রান্সের রিচার্ড গেসকের।
এ দিন মেয়েদর সিঙ্গলসেও বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টিও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন। যদিও দ্বিতীয় সেটে বেশ চাপেই পড়ে গিয়েছিলেন। প্রথম সেটে বার্নার্ডা পেরাকে ৬-৪ তিনি হারান। কিন্তু দ্বিতীয় সেটে পেরা অসাধারণ♍ ভাবে ঘুরে দাঁড়ান। ৬-৪ বার্টিকে হারান তিনি। কিন্তু পরের সেটেই ফের নিজের ছন্দে ৬-২ পেরাকে উড়িয়ে দেন বার্টি। খেলার ফল বার্টির পক্ষে ৬-৪, ৩-৬, ৬-২।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।